X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

আমার জন্য কাউকে ভোট চুরি করতে হবে না: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৮:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৪২

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা। নির্বাচনি প্রচারণার শেষ জনসভায় তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি মেয়র হতে চাই। ভোট কারচুপি করে নয়। আমার জন্য কাউকে ভোট চুরি করতে হবে না। আমার জন্য যদি কেউ ভোট কারচুপি করে, তাহলে আল্লাহ যেন আমাকে মৃত্যুদান করেন। আমি চাই সারা দেশে একটি বিপ্লব ঘটাতে।’ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বসুরহাট বাজারের রুপালি চত্বরে অনুষ্ঠিত জনসভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ প্রার্থী আবদুল কাদের মির্জা বলেন, ‘নেত্রীর সমর্থন থাকায় নৌকা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যেতে পারছি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ন্যায়নীতির সঙ্গে কাজ করেন। আমার কথা বলার উদ্দেশ্য হলো, নোয়াখালীর অপরাজনীতির আমূল পরিবর্তন আনা। এ অঞ্চলের প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান বেলায়েত ও অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং ফেনীতে জয়নাল হাজারী ও ইকবাল সোবহান চৌধুরীর মাধ্যমে আমূল পরিবর্তন করা সম্ভব।’

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘আমাদের এলাকার নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর গতকাল আসার কথা ছিল। তিনি কেন আসেননি এ নিয়ে আমার সন্দেহ হচ্ছে। তারা যেকোনোভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। যতই নির্বাচন বানচাল করার চেষ্টা করুক, তা কঠোরভাবে প্রতিহত করা হবে।’

তিনি এবারের পৌরসভা নির্বাচনকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে নিয়েছেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। আপনারা ইতোমধ্যে শুনেছেন, আমাদের প্রতিপক্ষ প্রার্থীদের জন্য নোয়াখালীর এমপি, ফেনীর এমপি এক কোটি টাকা পাঠিয়েছেন। এখানে শুধু আমার বিরুদ্ধে নয়, আমার কাউন্সিলরদের বিরুদ্ধেও চক্রান্ত চলছে। আজকে ভোটারদের টাকা দিচ্ছে কাউন্সিলরদের মাধ্যমে।’

আবদুল কাদের মির্জা বলেন, ‘আমি শপথ করেছি, আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমি এক ভোট পেলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমি বাংলাদেশে প্রমাণ করে দিতে চাই গণতন্ত্র কী। আমি প্রমাণ করে দিতে চাই, অবাধ ও সুষ্ঠু নির্বাচন কী। আমি সাহস করে সত্য কথা বলবো। আমি বলতে চাই, এই কোম্পানীগঞ্জে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ জন্য প্রশাসনকে আমি সব ধরনের সহযোগিতা করে যাবো। কেউ নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না।’

তিনি অভিযোগ করেন, ‘নির্বাচন বানচাল করতে আজ অস্ত্র পাঠানো হয়েছে কোম্পানীগঞ্জে। আমি প্রশাসনকে বলেছি অস্ত্র উদ্ধার করার জন্য। অদৃশ্য কারণে আজকে হচ্ছে না। কষ্ট লাগে নোয়াখালী কে চালাচ্ছে? এটা কী রাজনীতি? অস্ত্রের ঝনঝনানি কোম্পানীগঞ্জে চলবে না। ষড়যন্ত্রের অংশ হিসেবে আগামী দুই দিনের ভেতর কাউকে মেরে ফেলা হতে পারে। মেরে ফেলার পর আমার ওপর, আপনাদের ওপর দায় চাপানো হতে পারে। আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, ১৬ তারিখের নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয়, যদি কোনও প্রার্থী, কোনও কর্মীকে রাস্তায় বাধা দেওয়া হয়, যদি কোনও মায়ের বুক খালি করা হয়, এটার দায়-দায়িত্ব নোয়াখালীর ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তাকে নিতে হবে।’

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শ্রমিকের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গোলটেবিলশ্রমিকের অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপের আহ্বান
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
সর্বাধিক পঠিত
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস