X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

তল্লাশি করে মাদক উদ্ধার, ২ যুবকের ছয় মাসের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ১৮:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৮:৩৮

মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে জুয়েল রানা নামের এক যুবকের কাছ থেকে ৬০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রুবেল হোসেন নামের অপর এক ইজিবাইকের যাত্রীকে আটক করে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন।  সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার শিবপুর ও ডেফলতলী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

কারাদণ্ডপ্রাপ্ত জুয়েলের (৩০) বাড়ি সিঙ্গাইরের বায়রা গ্রামে। রুবেলের (২৪) বাড়ি জেলা সদরের উত্তর সেওতা এলাকায়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের শিবপুর এলাকায় অবস্থান নেন অধিদফতরের লোকজন। বেলা ১টার দিকে ওই সড়কে একটি ইজিবাইক থামিয়ে জুয়েলের দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা বড়ি উদ্ধার ও আটক করা হয়। এরপর বেলা দেড়টার দিকে ওই সড়কের ডেফলতলী এলাকায় অপর একটি ইজিবাইকের যাত্রীদের তল্লাশির সময় রুবেল দৌড়ে পালানোর চেষ্টা করে। তাকে আটক করার পর তার কাছ থেকে তিন গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক মেহের নিগার সুলতানা আটক দুজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেন। পাশাপাশি জুয়েলকে দুই হাজার টাকা এবং রুবেলকে এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তারা পরিশোধ করে।

অধিদফতরের জেলা কার্যালয়ের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে জুয়েল মাদকের ব্যবসা করে আসছিল। এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তিন মাস কারাবাসের পর জামিনে বের হয়ে আবারও মাদকের ব্যবসা শুরু করে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী