X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুই প্রেমিকার বিবাদ মিটিয়ে দিলো ‘আলেকজান্ডার’

আবুল হাসান, মোংলা
২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৩আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫১

দুই বছর ধরে চলছিল সম্পর্কের টানাপড়েন! পরিস্থিতি এতোটাই বিষিয়ে ওঠে যে হামলা পর্যন্ত গড়ায় সেই বিরোধ! বাগেরহাটের করমজলে সুন্দরবনের একমাত্র কুমির প্রজনন কেন্দ্রের দুই মেয়ে কুমির  ‘জুলিয়েট’ ও ‘পিলপিল’কে নিয়ে কথা হচ্ছে। যাকে নিয়ে এই তাদের এই দ্বন্দ্ব, অবশেষে সেই ‘আলেকজান্ডারের’ মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়েছে। সংসারে ফিরে এসেছে ভালোবাসা।

গত ২৩ জানুয়ারি বাগেরহাটের করমজলে কুমির প্রজনন কেন্দ্রে জুলিয়েটকে আক্রমণ করে পিলপিল। জুলিয়েট তখন একটি প্রাণিকে শিকার করে খাওয়ার চেষ্টা করছিল। এসময় পেছন থেকে পিলপিলের হামলায় সে মারাত্মক আহত হয়। নিবিড় পরিচর্যার পর অবশেষে সুস্থ হয়েছে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে লালিত কুমির ‘জুলিয়েট’। আহত জুলিয়েটকে উদ্ধার

বন বিভাগের পর্যটক স্পট করমজলের ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আজাদ কবির জানান,  করমজল কুমির প্রজনন কেন্দ্রের একটি পুকুরে দুই মেয়ে কুমির জুলিয়েট ও পিলপিল এবং তাদের পুরুষ সঙ্গী রোমিও বসবাস করতো। এর মধ্যে বয়সের ভারে রোমিও অসুস্থ হয়ে পড়ায় তাকে অন্য একটি পুকুরে আলাদা করে রাখা হয়। বংশ বৃদ্ধি ও প্রজননের জন্য ২০১৮ সালে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে পুরুষ কুমির আলেকজান্ডারকে আনা হয় পিলপিল ও জুলিয়েটের জন্য। তখন থেকে তারা একসঙ্গেই ওই পুকুরে বসবাস করছিল। ২৬ দিন চিকিৎসা চলে জুলিয়েটের

এই কর্মকর্তা জানান, পিলপিল ও জুলিয়েটের মধ্যে আলেকজান্ডারকে নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। জুলিয়েটের সঙ্গে আলেকজান্ডারের সম্পর্কটা বেশি গভীর ছিল, এ কারণে প্রায় সময়ই জুলিয়েটের দিকে তেড়ে যেত পিলপিল।

২৩ জানুয়ারি সকালের দিকে জুলিয়েট একটি বানরকে শিকার হিসেবে কাছে পেয়ে পাড় থেকে টেনে পুকুরের মাঝে নিয়ে যায়। এসময় পিলপিল পেছন থেকে জুলিয়েটের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে জুলিয়েটের শরীরে প্রায় ১১ ইঞ্চি লম্বা এবং দেড় ইঞ্চি গভীর ক্ষতসহ বিভিন্ন স্থানে জখম হয়। ২৬ দিন চিকিৎসা চলে জুলিয়েটের

তাৎক্ষণিকভাবে বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে তাদের অনুমতিতে পুকুর থেকে জুলিয়েটকে আহত অবস্থায় তুলে আনা হয়। একটি শুকনো প্যানে রেখে তার চিকিৎসা শুরু করেন প্রাণী বিশেষজ্ঞ আজাদ কবির। ২৬ দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসার পর জুলিয়েট সুস্থ হয়ে ওঠে।

আজাদ কবির বলেন, ‘গত ১৯ ফ্রেব্রুয়ারি (শুক্রবার) বন বিভাগের কর্তৃপক্ষের অনুমতিতে জুলিয়েটকে আবার ওই একই পুকুরে অবমুক্ত করি। কিন্তু আমরা চিন্তিত ছিলাম। ভয় হচ্ছিল, আগের ঘটনার পুনরাবৃত্তি না হয়! পিলপিল না জুলিয়েটকে মেরে ফেলে! জুলিয়েট ২৬ দিন পুকুরে না থাকায় পিলপিলের সঙ্গে আলেকজান্ডারের সম্পর্কটা বেশ গভীর হয়েছে। তাই পিলপিল আলেকজান্ডারের পাশে আবারও জুলিয়েটকে মেনে নাও নিতে পারে। ঘটলোও ঠিক তাই। জুলিয়েটকে ছাড়ার সঙ্গে সঙ্গে পিলপিল তার দিকে ঝাঁপিয়ে পড়তে আসে। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটলো নতুন ঘটনা। দুই জনের মারামারির মধ্যে আলেকজান্ডার মাঝখানে ভেসে উঠলো। সে মাথা নাড়ার সঙ্গে সঙ্গে জুলিয়েট এবং পিলপিল আলাদা হয়ে দুই দিকে চলে গেল।’ ২৬ দিন চিকিৎসা চলে জুলিয়েটের

আলেকজান্ডার প্রথমে জুলিয়েটের কাছে কিছু সময় কাটিয়ে, পরে পিলপিলের কাছে গিয়ে সময় দিয়েছে বলে জানান কর্মকর্তা আজাদ কবির। তিনি বলেন, ‘মনে হচ্ছে দুই জনকেই ভালোবাসার মধ্য দিয়ে তাদের সংসার ভালোই চলছে। এখন পর্যন্ত তারা সবাই ভালো আছে।’

উল্লেখ্য, ২০০২ সালে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজলে বন বিভাগের উদ্যোগে আট একর জমির ওপর সরকারিভাবে গড়ে তোলা হয় দেশের একমাত্র বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রটি।

নোনা পানির কুমির সাধারণত ৬০-৬৫ বছর পর্যন্ত ডিম দিতে পারে। আর বেঁচে থাকে ৮০-১০০ বছর পর্যন্ত।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই