X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ঘাপটি মেরে থাকা একটি চক্র অরাজকতা সৃষ্টি করছে: কাজী নাবিল

যশোর প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ১৮:১৭আপডেট : ২৮ মার্চ ২০২১, ১৮:৫৫

দেশবাসীকে স্বাধীনতাবিরোধী কুচক্রীদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা দেশকে অস্থিতিশীল করছে, তারা বাংলাদেশের স্বাধীনতা মানে না। ঘাপটি মেরে থাকা একটি চক্র এখন দেশে অরাজকতা সৃষ্টি করছে, মানুষ হত্যা করছে। তারা উন্নয়ন চায় না, দেশকে পেছনে নিয়ে যেতে চায়।’

রবিবার (২৮ মার্চ) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলার আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন উপলক্ষে আয়োজিত সাংবাদিক সমাবেশে এসব কথা বলেন কাজী নাবিল। প্রেস ক্লাব যশোরের অডিটরিয়ামে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আয়োজিত আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মুনির।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ আরও বলেন, ‘আজ আমরা স্বাধীনতার ৫০ বছর এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছি। যার জন্ম না হলে আজ বাংলাদেশ নামে একটি ভূখণ্ডের জন্ম হতো না। জাতির জনকের যোগ্য উত্তরসূরি জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচয় লাভ করেছে। খাদ্য, স্বাস্থ্য, বিদ্যুৎসহ বিভিন্ন খাতে আমরা প্রভূত অগ্রগতি করতে সক্ষম হয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী সাংবাদিক কমিউনিটির প্রতি দারুণ সহানুভূতিশীল। অনেক সাংবাদিকের সঙ্গে তার ভাইবোনের সম্পর্ক। সাংবাদিকদের মানোন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নে তিনি অনেক পদক্ষেপ নিয়েছেন।’ 

কাজী নাবিল আহমেদ নিজেকে যশোরের সংসদ সদস্য হিসেবে নয়, সাংবাদিকদের একজন হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘আপনারা দিন নেই রাত নেই, সংসার নেই– এমন অবস্থায় কাজ করেন। আপনাদের যেকোনও আহ্বানে সাড়া দিতে আমার বিন্দুমাত্র ক্লান্তি নেই।’ 

তিনি ফটো সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এমন কোনও সময় ও দুর্যোগ নেই, যখন ফটো সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থাকেন না। তারাই প্রকৃত ফ্রন্টলাইনের যোদ্ধা।’   

সমাবেশে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক আহসান কবীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম আইউব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নূর ইমাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন। 

সমাবেশ শেষে ফিতা কেটে আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ঘোষণা করেন কাজী নাবিল আহমেদ। এর আগে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সাত দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় সংগঠনের সদস্যরা অংশ নেবেন। 

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী