X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর: প্রধান আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া অফিস
০৫ এপ্রিল ২০২১, ১৬:৪৭আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৬:৪৭

হেফাজতের হরতাল চলাকালে গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে হামলা-ভাঙচুরের ঘটনার প্রধান আসামি মো. আরমান আলিফকে (২২) অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করেছে র‍্যাব। র‌্যাব জানায়, রবিবার (৪ এপ্রিল) রাত ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরমান নাসিরনগর উপজেলার ফুলকারকান্দি এলাকার শুকুর মিয়ার ছেলে।

সোমবার বিকালে র‍্যাব-১৪-এর পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আসামি আলিফকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। এ সময় র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কর্নেল আবু নঈম মুহাম্মদ তালাত জানান, ভিডিও ফুটেজ এবং গোপন সংবাদের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙায় জড়িতদের শনাক্ত করা হয়। পরে আসামি মো. আরমান আলিফের স্বীকারোক্তিমূলক জবানবন্দির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয় র‍্যাব। পরে তার দেওয়া তথ্যমতে আজ (সোমবার) ভোর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়ার অস্থায়ী বাসা থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার কাজে ব্যবহৃত শাবল, একটি অবৈধ পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসামি তার নাম-পরিচয় গোপন রাখার জন্যে চুল ও গোঁফ কেটে ফেলে। এ বিষয়ে তদন্ত চলমান আছে।

তবে সে কোনও দল বা গোষ্ঠীর সদস্য কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব জানায়, ‘তার পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি র‍্যাব।’

সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরসহ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা