X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে ২ কৃষককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২১, ১৭:৫৭আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ১৮:৪২

নরসিংদীতে এক মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে দুই কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৭ এপ্রিল) সকাল ৯টায় দিকে সদর উপজেলার চরাঞ্চলের নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইউনুস আলীকে (২৪) আটক করেছে পুলিশ। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন, ছগরিয়াপাড়া গ্রামের মৃত আবুল ফজলের ছেলে ফরহাদ মিয়া (৬০) এবং মৃত দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৫০)। আহত হয়েছেন একই গ্রামের জনু মিয়ার ছেলে সেচপাম্প চালক সেন্টু মিয়া (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে কৃষক ফরহাদ মিয়া ও আলী আকবর কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় একই এলাকার চিহ্নিত মাদকসেবী ইউনুস আলী হঠাৎ ওই জমিতে গিয়ে ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে সে। ডাকচিৎকারে পাশে থাকা সেচপাম্প চালক সেন্টু মিয়া তাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে ইউনুস। হাসপাতালে নেওয়ার পথে ফরহাদ মিয়ার ও ঘটনাস্থলেই আলী আকবরের মৃত্যু হয়। আহত সেন্টু মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে, এলাকাবাসী অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে গণপিটুনি দিয়ে দড়ি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয়রা আরও জানান, ইউনুস খুবই চুপচুাপ স্বভাবের ব্যক্তি। সে কারও সঙ্গে খুব একটা কথা বলে না। কিছু দিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিল। তবে মেডিক্যাল রিপোর্টে ব্রেনে সমস্যা দেখা দেওয়ায় সে বিদেশ যেতে পারেনি। এ নিয়ে কিছুটা ডিপ্রেশনে ছিল।

স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন বলেন, ‘অভিযুক্ত ইউনুস আলী মাদকাসক্ত, পাশাপাশি নামাজও আদায় করে। প্রায়ই সে মানুষের সঙ্গে বিরূপ আচরণ করে থাকে। আজ সে আকস্মিকভাবে তিন জনকে ছুরিকাঘাত করার পর দুই জন মারা গেছেন।’

অপর বাসিন্দা তাজুল ইসলাম বলেন, ‘তাকে দেখে মানসিক ভারসাম্যহীন মনে হয় না। সে কাজকর্ম করে না। গত রাতে সে তার মায়ের সঙ্গেও খারাপ আচরণ করে একপর্যায়ে জবাই করতে চেষ্টা করেছে বলে শুনেছি।’

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফাহিমা শারমিন জানান, ফরহাদ মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার পিঠে এক জায়গায় ও হাতের দুই জায়গায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

নরসিংদী সদর মডেল থানার ওসি বলেন, ‘অভিযুক্ত ইউনুসকে আটক করার পর পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। অভিযুক্ত ইউনুস আলী মাদকাসক্ত বা মানসিক ভারসাম্যহীন কিনা তা ডাক্তারি পরীক্ষার পর বলা যাবে।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
বংশালে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
প্রেসিডেনশিয়াল ডিবেটে মুখোমুখি হবেন বাইডেন-ট্রাম্প, যা জানা গেলো
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে গ্রেফতার ২০
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম