X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বন্ধ সিনেমা হলে অবৈধ সিগারেট কারখানা

বগুড়া প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ২০:৩৬আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ২০:৩৬

বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার বন্ধ থাকা সাথী সিনেমা হলে অভিযান চালিয়ে এসএম টোব্যাকো নামে একটি অবৈধ সিগারেট কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। কাস্টমস্ কর্মকর্তার উপস্থিতিতে সেখানে থেকে ১৯ হাজার ৭৬০ প্যাকেট রাজস্ব ফাঁকি দেওয়া সিগারেট এবং ২৬ হাজার ৮১০টি নকল ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। এ সময় শিবগঞ্জ উপজেলার আছলাই গ্রামের যোগেশ চন্দ্র মোহন্তের ছেলে মিঠু কুমার মোহন্তকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

বগুড়া র‌্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি স্বজল কুমার ঘোষ জানিয়েছেন, সুরাইয়া সরকার নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পৌর এলাকার শিশুপার্ক সংলগ্ন বন্ধ হয়ে যাওয়া সাথী সিনেমা হলের ভেতরে অবৈধভাবে এসএম টোব্যাকো নামে সিগারেট তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনভর এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে বগুড়া ও আশেপাশের জেলার বাজারে সেনরগোল্ড স্পেশাল, ডুবাই, এনজয়, এমজি গোল্ড নামে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট বাজারজাত করে আসছিল তারা। এসব সিগারেটের মূল্য ২০-২৫ টাকা। অথচ সরকার প্রতি প্যাকেট সিগারেটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করেছে ৩৯ টাকা।

অভিযানে গ্রেফতার মিঠু জানায়, এখানে প্রতিদিন যে পরিমাণ সিগারেট প্রস্তুত করা হয়, শুধু সে পরিমাণ কাঁচামাল আসে এবং সিগারেট তৈরির পর কোম্পানির লোকজন নিয়ে যায়। তারপর সবকিছু পরিষ্কার করে রাখা হয়। তারা শুধু এখানে কাজ করে, এর বাইরে কিছুই জানে না।

র‌্যাব কর্মকর্তা স্বজল কুমার জানান, এ ঘটনায় জেলা শুল্ক বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আসলাম আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় উপজেলার আছলাই কামারপাড়া গ্রামের যোগেশ চন্দ্র মোহন্তের ছেলে মিঠু কুমার মোহন্তসহ তিন জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। অপর পলাতক আসামিরা হলো– বগুড়া শহরের বাদুড়তলা প্রেসপট্টির মৃত মছির উদ্দিনের ছেলে তৌহিদুর রহমান তুহিন (৫৫) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের নুরু মণ্ডলের ছেলে আসাদুজ্জামান জিন্নাহ (৫৩)। অভিযানে জেলা কাস্টমস্ এক্সসাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী