X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না নারায়ণগঞ্জের অনেক গার্মেন্টস কারখানায়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ২০:৪১আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:৪১

করোনার পাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারাদেশে লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যেই খোলা রয়েছে শিল্পকারখানা। নারায়ণগঞ্জে কিছু গার্মেন্টস কারাখানা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চললেও অনেক কারখানাতে তা মানা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মাস্ক ব্যবহার করা এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার বিষয়টি উপেক্ষা করা হচ্ছে। নিজস্ব পরিবহনে গার্মেন্টস কারখানার শ্রমিকদের আনা নেওয়ার কথা বলা হলেও বেশির ভাগ শিল্পকারখানায় এই নিয়ম মানা হচ্ছে না। এজন্য লকডাউনের মধ্যে দূর থেকে আসা শ্রমিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে গার্মেন্টস মালিকরা বলেছেন, ফতুল্লা শিল্পাঞ্চলের কারখানায় কর্মরত শ্রমিকরা আশেপাশে বসবাস করেন। তারা স্ব স্ব কারখানায় পায়ে হেঁটে ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই আসতে পারেন। সেজন্য এখানে নিজস্ব পরিবহন ব্যবস্থার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার সকাল থেকে ফতুল্লার বিসিক এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, মাস্ক ছাড়া কোনও শ্রমিককে কারখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কারখানার প্রবেশ পথের সামনে সারিসারি হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রবেশ পথে শ্রমিকের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এছাড়া জীবাণুনাশক দিয়ে জুতা-স্যান্ডেল পরিষ্কার করে তারা ভেতরে প্রবেশ করছেন। কিন্তু অপেক্ষাকৃত ছোট কারাখানাগুলোতে সরকারি স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না। নেই প্রবেশ পথে হাত ধোয়ার ব্যবস্থা। আবার শ্রমিকরা কাজ করার সময় মাস্ক খুলে রাখছেন। তবে বিসিক শিল্প এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘুরে দেখা যায়, বেশির ভাগ শ্রমিক কাজে যোগ দিতে আসা বা যাওয়ার সময় মাস্ক ব্যবহার করছেন। যারা মাস্ক ব্যবহার করছেন না তারা নানা অজুহাত দেখাচ্ছেন।

নিট ফ্যাশন কারখানায় কর্মরত শ্রমিক তোফাজ্জল মিয়া বলেন, ‘কারখানা থেকে বের হয়েছি একটি জরুরি কাজের জন্য। কিন্তু ভুলে মাস্ক অফিসের ড্রয়ারে রেখে বের হয়ে গেছি।’

আব্দুর রহিম নামের আরেক শ্রমিকের দাবি, সকালে কারখানায় আসার সময় শ্রমিকদের অনেক ভিড় হয়। এজন্য সামাজিক দূরত্ব মেনে চলাচল করা সম্ভব নয়। গার্মেন্টস কারখানার ভেতরে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। কারখানায় সকালে প্রবেশ ও ছুটির সময় যে জটলা বাঁধে সে সময় স্বাস্থ্যবিধি মানা হয় না। 

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারাস অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ হাতেম জানান, সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি যেসব গার্মেন্টস কারখানা প্রতিপালন করবে না তাদের বিরুদ্ধে বিকেএমএইএ, বিজিএমএইএসহ সংগঠনের পক্ষ থেকে কঠোর  ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ‘মাস্ক ছাড়া কোনও শ্রমিককে কারাখানায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া কারাখানার প্রবেশপথে জীবাণুনাশক স্প্রে করে, শরীরের তাপমাত্রা মেপে শ্রমিকরা কাজে যোগ দিচ্ছে।’

তিনি নিজস্ব পরিবহন ব্যবস্থার বিষয়ে বলেন, ‘ফতুল্লা বিসিক শিল্পকারখানায় যেসব শ্রমিক কাজ করেন তারা সবাই ওয়াকিং ডিসটেন্সে বসবাস করেন। তাই নিজস্ব পরিবহন ব্যবস্থার কোনও প্রয়োজন পড়ছে না। এছাড়া আমাদের যেসব অফিসার বা স্টাফ ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে যাতায়াত করেন তাদের পরিবহন করার জন্য প্রতিটি ফ্যাক্টরিতেই নিজস্ব পরিবহন মাইক্রোবাস, মিনিবাস রয়েছে। এসব বাস দিয়েই স্টাফদের বহন করা হয়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী