X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

উপাচার্যের ডাকা সিন্ডিকেট সভা বন্ধে শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রংপুর প্রতিনিধি
১০ মে ২০২১, ২০:১১আপডেট : ১০ মে ২০২১, ২০:১৪

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহর মেয়াদ শেষ হতে আর ৩৫ দিন বাকি। অভিযোগ উঠেছে, শেষ মুহূর্তে বিভিন্ন অপকর্মকে জায়েজ করার জন্য কঠোর লকডাউনের মধ্যে মঙ্গলবার (১১ মে) গোপনে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য। তাই ওই সিন্ডিকেট সভার প্রতি নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে সোমবার বিকালে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দিয়েছে অধিকার সুরক্ষা পরিষদ। চিঠিতে সার্বিক বিষয় বিবেচনা করে উপাচার্যের মেয়াদের শেষ সময়ে রুটিন কাজ ছাড়া নিয়োগ প্রক্রিয়া এবং সিন্ডিকেট সভাসহ সব কার্যক্রম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষামন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে অধিকার সুরক্ষা পরিষদ অভিযোগ করেছে, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ যোগদানের পর থেকে ব্যাপক একাডেমিক ও আর্থিক দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ গত ১৩ মার্চ ২০২১ তার দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ৭৯০ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ করেছে। ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে ড. নাজমুল আহসান কলিমউল্লাহর দুর্নীতির প্রমাণ পেয়েছে। ইউজিসির আরেকটি কমিটি তার সব দুর্নীতির তদন্ত করছে।

‘এদিকে আগামী ১৪ জুন উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। আমরা জেনেছি কঠোর লকডাউনের মধ্যে উপাচার্য আগামী ১১ মে ঢাকার লিয়াজোঁ অফিসে সিন্ডিকেট সভা ডেকেছেন। আমরা আশঙ্কা করছি, তার মেয়াদ শেষের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুস সোবহানের মতো অবৈধ গণনিয়োগ দিতে পারেন। এছাড়া ইতোমধ্যেই জাতীয় পতাকা অবমাননার মামলার আসামিদের বরখাস্ত না করে বরং পুরস্কার হিসেবে উপাচার্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাবিউর রহমান প্রধান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সদরুল ইসলাম এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রদীপ কুমারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছেন।’   

চিঠিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, ‘মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে ভয়াবহ অনিয়ম, দুর্নীতি, একাডেমিক এবং প্রশাসনিক বিশৃঙ্খলাসহ বিদ্যমান সমস্যার আবর্ত থেকে রক্ষা করা জরুরি। এজন্য উপাচার্য কলিমউল্লাহসহ সংঘবদ্ধ দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার আমলের সব অবৈধ নিয়োগ-পদোন্নতি বাতিলসহ চলমান নিয়োগ প্রক্রিয়া ও তার মেয়াদে আসন্ন সব সিন্ডিকেট সভা স্থগিত করা প্রয়োজন।’

এ ব্যাপারে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি, উপাচার্য অনেক অবৈধ নিয়োগ ও পদোন্নতি বৈধ করার জন্য ঈদের দুদিন আগে ছুটি ও কঠোর লকডাউনের মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন। এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো কলঙ্কিত করার সঙ্গে সরকারকেও বিব্রত করা হবে। সে কারণে আমরা শিক্ষামন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছি। উপাচার্য তার সব অবৈধ কর্মকাণ্ড যাতে বৈধ করতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা প্রদান এবং সিন্ডিকেট সভা আহ্বান করা থেকে বিরত থাকার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আশা করি তিনি দ্রুত ব্যবস্থা নেবেন এবং অবৈধ সিন্ডিকেট সভাসহ সব কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দেবেন।’

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান অভিযোগ করে বলেন, ‘উপাচার্য গোপনে সিন্ডিকেট সভা আহ্বান করেছেন। সভায় যোগ দিতে তার অনুসারী সিন্ডিকেট সদস্যদের ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের গাড়ি ব্যবহার করার অপচেষ্টা করা হচ্ছে। বিষয়টি জানতে পেরে পরিবহন পুলের দায়িত্বে থাকা উপাচার্যের পিএস আমিনুর রহমানের সঙ্গে দেখা করে কোনও গাড়ি যেন ঢাকায় যেতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার কথা আমরা বলেছি। উপাচার্য তার অপকর্ম জায়েজ করার জন্য যে সিন্ডিকেট সভা গোপনে ঢাকায় আহ্বান করেছেন তা বন্ধ করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

সার্বিক বিষয়ে জানতে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।

/এমএএ/
সম্পর্কিত
নামেই শুধু সরকারি কলেজ, নানা সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
নিকলীতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অনুমোদনহীন কামাল ব্রিকস, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল