X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণা, আটক ১

ভোলা প্রতিনিধি
১২ জুন ২০২১, ১১:১৮আপডেট : ১২ জুন ২০২১, ১১:১৮

ভোলায় একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার অভিযোগে বেগম নূর নাহার নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের সাগর বেকারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বৃহস্পতিবার সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খান নূর নাহারের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা করেন। একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণের অভিযোগে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০১০ এর ১৪ ধারা অনুযায়ী এ মামলা করা হয়।

গ্রেফতার নূর নাহার সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালুপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কাজল ইসলাম জানান, নূর নাহার ২০১২ সালে প্রথম জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে উল্লেখ করেন: নাম নূর নাহার, বাবা– রফিকুল ইসলাম,  মা– হনুফা বিবি, স্বামী– মো. মহিউদ্দিন, জন্ম তারিখ– ০১/০১/১৯৯১, পেশা– গৃহিণী, ঠিকানা– কালুপুর, ১নং ওয়ার্ড, ইলিশা ইউনিয়ন। দ্বিতীয়বার ২০১৭ সালে একই ছবি ব্যবহার করে নাম-ঠিকানা পরিবর্তন করে আবারও জাতীয় পরিচয়পত্র করেন। সেখানে উল্লেখ করেন: নাম– তামান্না আকতার, বাবা– শামসুল হক দুলাল, মা– মনোয়ারা বেগম, জন্ম তারিখ– ১০/০৫/১৯৯৭, পেশা– ছাত্রী, ঠিকানা– ভোলা পৌরসভা ৮নং ওয়ার্ড, পশ্চিম উকিল পাড়া,  ভোলা সদর। নূর নাহারের বিরুদ্ধে একাধিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ রয়েছে।

এর আগে ২০২০ সালের ২৬ অক্টোবর নূর নাহারের আগের স্বামী মো. মহিউদ্দিন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেন। সে সময় মহিউদ্দিন জানান,  ২০০৮ সালে নূর নাহারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্ত্রীর অশালীন চলাফেরা ও একাধিক প্রেমে জড়িয়ে পড়ায় ২০১১ সালে তার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। তার পরেও নূর নাহার তার বিরুদ্ধে ১০টি মিথ্যা মামলা দিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। এর পর সে তামান্না আকতার নামে জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অন্য একটি বিয়ে করে।

উপজেলা নির্বাচন অফিসার জানান, এই নারী তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। যা আইন পরিপন্থী। সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে তার সম্পর্কে অবহিত হওয়ার পর ভোটার তালিকা আইন ২০১০-এর ১৪ এবং ১৫ ধারায় মামলা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি জানান, গ্রেফতার নূর নাহারকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু