X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা পরিবারের জাতীয়তা সনদ তৈরি, ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ জুন ২০২১, ২২:৩৩আপডেট : ১৫ জুন ২০২১, ২২:৩৩

এক রোহিঙ্গা নারী ও তার মেয়েকে বাংলাদেশি জাতীয়তা সনদ পেতে সহযোগিতা করার অপরাধে নির্বাচন কমিশনের (ইসি) চার কর্মচারীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৫ জুন) চট্টগ্রাম দুদক সমন্বিত কার্যালয়ে এ মামলা করা হয়। দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২-এর উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দুদক আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়।

এ সম্পর্কে শরীফ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গা নারী লাকি, তার স্বামী ও দুই মেয়ের বাংলাদেশি জাতীয়তা সনদ প্রাপ্তির ঘটনা তদন্ত করতে গিয়ে অপর আসামিদের সম্পৃক্ততা পাওয়া যায়। তারা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গা নাগরিকদের জাতীয়তা সনদ পেয়ে সহযোগিতা করেছেন। এই ঘটনায় আজ (মঙ্গলবার) তাদের বিরুদ্ধে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ মামলাটি দায়ের করা হয়।’

আসামিরা হলেন– নির্বাচন কমিশনের ডবলমুরিং থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক মো. জয়নাল আবেদীন (৩৪), চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের এমএলএসএস মো. নুর আহম্মদ (৪২), হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর (অস্থায়ী) মো. সাইফুদ্দিন চৌধুরী, কেরানিগঞ্জ থানা নির্বাচন অফিসের টেকনিক্যাল এক্সপার্ট (অস্থায়ী) সত্য সুন্দর দে, হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরুল আবছার, একই ইউনিয়নের সাবেক জন্মসনদ প্রস্তুতকারী মোহাম্মদ বেলাল উদ্দিন, মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুস সালাম, মোহাম্মদ আজিজুর রহমান, রোহিঙ্গা নারী রমজান বিবি ওরফে লাকী ও তার স্বামী নজির আহমেদ।

মামলার এজাহারে বলা হয়, রোহিঙ্গা নারী রমজান বিবি জাল জালিয়াতির মাধ্যমে জাতীয়তা সনদ পাওয়ার পর পাঁচলাইশ পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য আবেদন করেন। তার জাতীয়তা সনদের আবেদন যাছাই-বাছাই করতে গিয়ে দেখা যায়, ওই নারী মির্জাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে জাতীয়তা সনদপত্র পেয়েছেন। ওই সনদপত্রে মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলামের সই রয়েছে। রমজান বিবির বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস জন্ম নিবন্ধন সনদ পেয়েছেন। তার সনদের ফরমে যাছাইকারী হিসেবে মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল ইসলাম, লিপিবদ্ধকারী হিসেবে মোহাম্মদ বেলাল উদ্দিন, অনুমোদকারী হিসেবে সাবেক চেয়ারম্যান নুরুল আবসারের সই রয়েছে। এছাড়া জান্নাতুল ফেরদৌসকে ২০১৯ সালের ২৪ জুলাই জাতীয়তা সনদ দেওয়া হয়। ওই জন্ম নিবন্ধন ও জাতীয়তা সনদ ব্যবহার করেই তিনি পাসপোর্টের জন্য আবেদন করেন।

রোহিঙ্গা নারী রমজান বিবি ওরফে লাকীর নিবন্ধন ফরম-২ পর্যালোচনা করে দেখা যায়, এর প্রথম পৃষ্ঠা ২০১৯ সালের ১৪ মার্চ ০৩৫১-০০০০ আইডির ল্যাপটপ থেকে হাটহাজারী উপজেলা নির্বাচন অফিসের সার্ভার থেকে ডুপ্লিকেট করে আপলোড করা হয়েছে। ডাটা আপলোড করেন ডাটা এন্ট্রি অপারেটর সাইফুদ্দিন। জয়নাল আবেদিন নিজ বাসায় বসে ডাটা ক্রিয়েট করেন। একই অবৈধ পন্থা অবলম্বন করে রমজান বিবির স্বামী নজির আহমেদ বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে ইতোমধ্যে সৌদি আরবে চলে গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সরকারি খাদ্যগুদাম থেকে ভালোটা সরিয়ে রাখা হচ্ছে নিম্নমানের চাল, দুদকের মামলা
সর্বশেষ খবর
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?