X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইউপি নির্বাচনে দেবর-ভাবির লড়াই

জামালপুর প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২২, ১৮:৫১আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৬

পঞ্চম ধাপে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন আগামী ৫ জানুয়ারি। শেষ মুহূর্তে প্রচার-প্রচারণা জমে উঠেছে। উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নে আলোচনায় রয়েছেন ইউনিয়ন মহিলা লীগের সহ-সভানেত্রী মাহমুদা চৌধুরী (নৌকা) এবং তার দেবর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. তাজুল ইসলাম চৌধুরী (ঘোড়া)। বাকি ডাংধরা, চর আমখাওয়া ও চুকাইবাড়ীর ইউনিয়নেও ব্যাপক প্রচারণা চলছে।

মাহমুদা চৌধুরী হাতীভাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম দৌলত হোসেন চৌধুরীর স্ত্রী। তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী। এদিকে তাজুল ইসলাম লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। দুই জনেই ভোট চেয়ে জনসংযোগ ও জনসভায় ব্যস্ত সময় পার করছেন।

এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন আবুল কালাম আজাদ (মোটরসাইকেল) ও মো. জুনায়েত হোসেন (আনারস)। স্বতন্ত্র ব্যানারে তাজুল ইসলাম চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. আবু হানিফ (চশমা) এবং জাতীয় পার্টির ফজলুল করিম (লাঙল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মাহমুদা চৌধুরী বলেন, তাজুল ইসলাকে নির্বাচন না করতে বিভিন্নভাবে বলা হয়েছে। কিন্তু তিনি কারও কথা রাখেননি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। ইউনিয়নবাসীও সমর্থন করছেন। তারা ভোট দেবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের আশা তার।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভোটের মাঠে দেবর-ভাবি নেই। জনগণ যাকে চাইবে তাকেই ভোট দেবে। যেভাবে নির্বাচন করছি ও ভোটাদের সাড়া পাচ্ছি, তাতে আমিই জয়লাভ করবো।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার শেফা বলেন, দুই জনকেই আলাদা প্রার্থী হিসেবে ভাবছি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিদিন প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়নগুলোতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি-না পর্যবেক্ষণ করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ