X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বিষপানে কিশোর-কিশোরীর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
২২ এপ্রিল ২০২২, ১৭:০০আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৭:০০

পিরোজপুরের নাজিরপুরে বিষপানে দুই কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউপির চেয়ারম্যান হাসানাত ডালিম জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

মৃত দুজন হলো– নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের উরিবুণিয়া গ্রামের হাফিজ তালুকদারের ছেলে ইয়াছিন (১৭) এবং নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মারিয়া আক্তার (১৫)।

জানা যায়, মারিয়া মুঘারঝোর দাখিল মাদ্রাসা থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী আর ইয়াছিন হিফজুল কুরআন (৮ পারা) পর্যন্ত পড়াশুনা করেছে। ইয়াছিন তার ফুফার বাড়ি উত্তর কলারদোয়ানিয়া গ্রামে চার দিন আগে বেড়াতে এসেছিল। ফুফার বাড়ির পাশেই প্রেমিকা মারিয়ার বাড়ি। মনোমালিন্যের একপর্যায়ে মারিয়াদের বাড়ির কাছে পুরনো কবরস্থানের পাশে উভয়ে একই সঙ্গে বিষপান করে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারিয়া মারা যায়। ইয়াছিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অসিত কুমার মিস্ত্রি বলেন, ‘মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে আর ছেলেটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যায়।’

৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসানাত ডালিম বলেন, ‘বিষয়টি জানার পর ওই স্থানে আমি গিয়েছিলাম। আমার জানা মতে, ওই ছেলেটির বাড়ি অন্য উপজেলায় আর মেয়ের বাড়ি আমার ইউনিয়নে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।’

নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, হাসপাতাল সূত্রে খবর পেয়ে লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একে একে পরিবারের সবার মৃত্যু
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই