X
মঙ্গলবার, ০৫ জুলাই ২০২২
২১ আষাঢ় ১৪২৯

দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে মা-শিশুসহ দগ্ধ ৩ 

আপডেট : ০৮ মে ২০২২, ০২:৫৮

বগুড়ার গাবতলীতে জানালা দিয়ে নিক্ষেপ করা তরল দাহ্য পদার্থে তিন মাসের শিশুসহ তিন জন দগ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা কর্মকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধরা ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ওই দাহ্য পদার্থ অ্যাসিড কিনা তা এখনও জানা যায়নি। সিআইডি তথ্য সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। শনিবার (৭ মে) বিকাল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।

আহতরা হলেন—বগুড়ার গাবতলীর সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা কর্মকারপাড়ার দুলাল কর্মকারের স্ত্রী দিপালী রানী (৪৮), তাদের ছেলে সাগর কর্মকারের স্ত্রী বীণা কর্মকার (২১) ও তাদের তিন মাসের ছেলে সূর্য কর্মকার।

জানা গেছে, দুলাল কর্মকারের পরিবারের সদস্যরা ৫ মে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। একটি বিছানায় তার স্ত্রী দিপালী, ছেলের বউ বীণা, নাতি সূর্য ছিল। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘরের কাঠের জানালার ছিটকিনি খুলে ফেলে। এরপর বোতল দিয়ে তরল দাহ্য পদার্থ নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে এরা তিন জন দগ্ধ হলে চিৎকার করতে থাকেন। তখন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এ প্রসঙ্গে সাগর কর্মকার জানান, কারও সঙ্গে তার কোনও বিরোধ বা শত্রুতা নেই। দুর্বৃত্তদের ছোড়া দাহ্য পদার্থে তার মা, স্ত্রী ও শিশু সন্তানের শরীর ঝলসে গেছে। শিশুর মুখ, চোখ ও হাত; মায়ের পিঠ এবং

স্ত্রীর বুক, মুখ ও হাত দগ্ধ হয়েছে। এদের মধ্যে শিশুর অবস্থা গুরুতর। এ ব্যাপারে তিনি থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, মামলা না হলেও তারা প্রযুক্তির সহায়তায় তথ্য সংগ্রহ এবং এ হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছেন। তদন্ত শেষ ও মামলা না হলে এ ঘটনায় কারা জড়িত ও কী কারণে হামলা হয়েছে তা বলা সম্ভব নয়।

 

/আইএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
ইংল্যান্ডের কাছে হেরে আরও দুঃসংবাদ শুনলো ভারত
ইংল্যান্ডের কাছে হেরে আরও দুঃসংবাদ শুনলো ভারত
ব্লগার দীপুর জামিন স্থগিত
ব্লগার দীপুর জামিন স্থগিত
ঈদকে কেন্দ্র করে ডিএমপি কমিশনারের ৩৩ নির্দেশনা
ঈদকে কেন্দ্র করে ডিএমপি কমিশনারের ৩৩ নির্দেশনা
কারাগার ও থানায় বায়োমেট্রিক সংরক্ষণসহ তিন দফা নির্দেশ
কারাগার ও থানায় বায়োমেট্রিক সংরক্ষণসহ তিন দফা নির্দেশ
এ বিভাগের সর্বশেষ
ঘিরে রাখা বাড়িতে পাওয়া বস্তুটি বোমা নয়
ঘিরে রাখা বাড়িতে পাওয়া বস্তুটি বোমা নয়
মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ
মরদেহ কাঁধে নিয়ে বিক্ষোভ
দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো একজনের
দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো একজনের
‘ঈদে খামারিদের ক্ষতি হতে দেবে না বিজিবি’
‘ঈদে খামারিদের ক্ষতি হতে দেবে না বিজিবি’
ক্রেতা কম, দাম বেশি চাচ্ছেন গরু বিক্রেতারা
ক্রেতা কম, দাম বেশি চাচ্ছেন গরু বিক্রেতারা