X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভোটগ্রহণ চলছে কক্সবাজারের ২ ইউপিতে

কক্সবাজার প্রতিনিধি
১৫ জুন ২০২২, ১১:০৬আপডেট : ১৫ জুন ২০২২, ১১:০৬

কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে আজ (বুধবার) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

দুই ইউনিয়নের ৩২টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল। তিনি জানান, এ নির্বাচনে বড় মহেশখালী ইউনিয়নে ১৫টি এবং কালারমারছড়া ইউনিয়নে ১৭টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।  প্রশাসন কঠোর নজরদারি করছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, উপজেলার বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বে রয়েছেন ১১ জন ম্যাজিস্ট্রেট, দুই প্ল্যাটুন র‍্যাব, ৩০ জন বিজিবি, চার শতাধিক পুলিশ ও ছয় শতাধিক আনসার বাহিনীর সদস্য। এ ছাড়াও ডিজিএফআই, এনএসআই’সহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের কাছে রয়েছে বডি ক্যামেরা।

এ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন বদ্ধ পরিকর বলে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। তিনি মঙ্গলবার বিকালে মহেশখালী মডেল হাই স্কুল মাঠে ভোটের দায়িত্বরত পুলিশদের ব্রিফিং প্যারেডে বক্তব্যে বলেন, বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ভোট কেন্দ্রে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বা আইনশৃঙ্খলা হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে প্রশাসন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

এদিকে, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাত জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বড় মহেশখালী ইউনিয়নে মোট ভোটার ৩২৪৩০ জন।

অপরদিকে, কালারমারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আট জন, সংরক্ষিত আসনের সদস্য পদে ১৭ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কালারমারছড়া ইউনিয়নে মোট ভোটার ৩৬১১২ জন।

/এমএএ/
সম্পর্কিত
২২ ইউপিতে নির্বাচন ২৮ এপ্রিল
বিধিমালা সংশোধন: ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের দিতে হবে হলফনামা
বাবুছড়া ইউপি নির্বাচন১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে নৌকা, জয়ী স্বতন্ত্র প্রার্থী
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা