X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

যে অটোরিকশায় জীবিকা সেই অটোরিকশাতেই জীবনাবসান

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৮:০১আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৮:০১

জীবন জীবিকার চাহিদা মেটাতে ব্যাটারিচালিত অটোরিকশার হ্যান্ডেল ধরেছিলেন কুড়িগ্রামের শফিকুল ইসলাম (৩৬)। যে অটোরিকশায় উপার্জিত অর্থ দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতেন, সেই রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে তার। শনিবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শফিকুলকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী পপি আক্তার (৩২) গুরুতর আহত হয়েছেন। মৃত শফিকুল ইসলাম ওই গ্রামের আবদুল মজিদের ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে বাড়ির উঠানে অটোরিকশার ব্যাটারি চার্জ করার জন্য বিদ্যুতের সংযোগ দেন শফিকুল। শনিবার সকালে খাবার সেরে অটোরিকশা নিয়ে বের হওয়ার সময় চার্জারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় স্ত্রী পপি স্বামীকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। শফিকুল ইসলামের বাবা আবদুল মজিদ বিষয়টি বুঝতে পেরে দ্রুত বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান শফিকুল। পপির অবস্থার অবনতি হলে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

শফিকুলের মরদেহ পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওসি ফজলুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে অটোচালক নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ডের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশু
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
‘ঘরে নিথর অবস্থায় পড়ে ছিল পাঁচ জন’
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা