X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

থানার সামনে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ২

গাজীপুর প্রতিনিধি
০৪ আগস্ট ২০২২, ১৪:০২আপডেট : ০৪ আগস্ট ২০২২, ১৪:০২

গাজীপুরের টঙ্গীতে চুরি করা লোহা বিক্রির টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তার নিয়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (৩ আগস্ট) রাতে দুই কিশোর গ্যাং দলের প্রধান রাশেদ খান মেনন ও এনামুল হক অনীককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় টঙ্গী পশ্চিম থানার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনা ভিডিও করার সময় স্থানীয় সাংবাদিক বার্তা বাজার ও এশিয়ান টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি আরিফ চৌধুরীর ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

আটক রাশেদ স্থানীয় ছাত্রলীগ এবং এনামুল স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাশেদ ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া এবং অনীক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী নুর মোহাম্মদ মামুনের অনুসারী বলে জানান স্থানীয়রা। থানার সামনে দুই কিশোর গ্যাংয়ের মারামারির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।     

স্থানীয়রা জানায়, প্রায় ২৫/৩০ দিন আগে কাঁঠালদিয়া বস্তির উচ্ছেদ করা জায়গায় স্টিল করপোরেশনের নির্মাণাধীন ভবনের বিপুল পরিমাণ লোহার রড চুরি হয়। ওই লোহা বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাশেদ ও এনামুল গ্রুপের মাঝে বিরোধ চলে আসছে। আগে থেকে এ দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় টঙ্গীর মিত্তিবাড়ি এলাকায় দুই গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে উভয় গ্রুপ একই সময়ে থানায় অভিযোগ করতে গেলে থানা ফটকের সামনে তাদের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় সংঘর্ষের ভিডিও ধারণ করায় স্থানীয় সংবাদকর্মী আরিফ চৌধুরীর ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। তারা আরিফের মোবাইল ফোন, মানিব্যাগ ও পরিচয়পত্র নিয়ে নেয়। এ ঘটনায় আরিফ বাদী হয়ে বুধবার বিকালে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সাংবাদিক আরিফ চৌধুরী বলেন, ‘রাতে দুই গ্রুপের মারামারির ঘটনার ভিডিও ধারণ করার সময় আশরাফুল ইসলাম বাবু আমার মোবাইল ফোন কেড়ে নেয়। পরে কিশোর গ্যাংয়ের অন্য সহযোগীরা আমাকে কিল-ঘুষি মেরে আমার সঙ্গে থাকা অপর একটি মোবাইল ফোন, মানিব্যাগ ও এশিয়ান টেলিভিশনের পরিচয়পত্র ছিনিয়ে নেয়। ওই সময় থানা পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে তাদের তাড়িয়ে দেয়।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় পৃথক তিনটি অভিযোগ দায়ের হয়েছে। এ ছাড়াও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আরেকটি অভিযোগ হয়েছে। এ ঘটনায় দুই কিশোর গ্যাং দলের প্রধান রাশেদ খান মেনন ও এনামুল হক অনীককে আটক করা হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদি ও রাহুলের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
টাঙ্গাইল শাড়িসহ ১৪ পণ্যকে জিআই স্বীকৃতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের