X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি ব্যাংকে জাতীয় পতাকা অবমাননা

সিলেট প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ১৯:৪৪আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১৯:৪৪

জাতীয় শোক দিবসে সিলেটে পাকিস্তানি মালিকানাধীন হাবিব ব্যাংক লিমিটেডের (এইচবিএল) সিলেট শাখায় সোমবার (১৫ আগস্ট) সকালে ঝাড়ুতে বেঁধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ নিয়ে সিলেটে তোলপাড় সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও গোয়েন্দা বিভাগের একাধিক টিম।

জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গোয়েন্দা সংস্থার একদল সদস্য নগরীর পূর্ব জিন্দাবাজারের হাবিব ব্যাংক লিমিটেডের সিলেট শাখা পরিদর্শন করেন এবং ব্যাংকের কর্মকর্তাসহ নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পতাকা উত্তোলকারী নিরাপত্তাকর্মী ও শাখা ব্যবস্থাপককে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে যান।

সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান বলেন, ‘ঝাড়ুর মধ্যে ব্যাংকে পতাকা বেঁধে রাখা হয়েছে– এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ব্যাংকে পাঠিয়েছিলাম। তখন পতাকাটি পাওয়া যায়নি। ব্যাংকের ম্যানেজারকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য মঙ্গলবার তলব করা হয়েছে।’

এ বিষয়ে সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘ঝাড়ুর সঙ্গে জাতীয় পতাকা বেঁধে রাখার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া মঙ্গলবার এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক ও নিরাপত্তাকর্মীকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে।’

ঝাড়ুতে জাতীয় পতাকা বেঁধে রাখার বিষয়ে নিরাপত্তাকর্মী আফজল মিয়া বলেন, ‘আমি ভুল করেছি। এজন্য আমি ক্ষমা চাচ্ছি। তিনি বলেন, বাঁশ না পেয়ে ভুল করে ঝাড়ুর মধ্যে পতাকাটি টানিয়েছিলাম।’

জানা যায়, জাতীয় শোক দিবসে যথাযোগ্য মর্যাদায় অর্ধনমিত করে উত্তোলনের কথা জাতীয় পতাকা। এ নিয়ে আগস্ট মাসের শুরু থেকে সরকারিভাবে প্রচার-প্রচারণাও চালানো হয়। শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন সময় সংবাদ প্রচারিত হয়েছে। কিন্তু হাবিব ব্যাংক সিলেট শাখায় দেখা যায়, ব্যাংকের সামনে ঝাঁড়ুর সঙ্গে জাতীয় পতাকা বেঁধে রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানেরও মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
বিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
উপন্যাসবিকল্প অর্থনীতি ও গ্রাম্য কায়কারবার
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
ইরান-সমর্থিত ইরাকি সেনা ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি