X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এমপির ভাইয়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ, ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহী প্রতিনিধি
২৩ আগস্ট ২০২২, ০৯:৩২আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১০:৪৪

রাজশাহীর বাগমারায় ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রেজাউল হক নামের ওই ব্যক্তি রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার এনামুল হকের ভাই এবং বাগমারা মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সোমবার (২২ আগস্ট) বিকালে এই জরিমানা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান রেজাউল হক দীর্ঘদিন ধরে অবৈধভাবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ ব্যবহার করে আসছিলেন। তিনি বাড়ির সংযোগ থেকে অবৈধভাবে শিকদারী বাজারে তার কয়েকটি দোকান ঘরসহ ব্যাটারিচালিত অটো চার্জ কারখানায় বিদ্যুৎ ব্যবহার করছিলেন। নাটোর পল্লী বিদ্যুৎ বিভাগের বাগমারা জোনের কর্মকর্তারা বিষয়টি বন্ধে বারবার তাগিদ দিলেও ক্ষমতার দাপট দেখাতেন তিনি। পরে স্থানীয় লোকজন ঘটনাটি রাজশাহী জেলা প্রশাসককে অবহিত করেন। এমন অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করার জন্য জেলা প্রশাসক আব্দুল জলিলের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনার সত্যতা মেলায় রেজাউল হককে ৩০ হাজার টাকা জরিমানা এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে এমন অপরাধ থেকে বিরত থাকতে তাকে সাবধান করা হয়।

এ ব্যাপারে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মিনারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন থেকে বিদ্যুৎ চুরি করে ইউপি চেয়ারম্যান রেজাউল হক ব্যবহার করে আসছিলেন। ঘটনাটি জেলা প্রশাসন জানার পর অভিযান চালিয়ে জরিমানা করে।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘কেউই আইনের ঊর্ধ্বে না। অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে তাকে জরিমানা করে সাবধান করা হয়েছে। বিদ্যুৎ আইন-২০১৮ অনুযায়ী এই অর্থদণ্ড আদায় করা হয়। এরপরে এমন অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
বেশি দামে ফ্যান বিক্রি করায় ৫৫ হাজার টাকা জরিমানা
নেপাল থেকে বিদ্যুৎ আমদানি কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা