X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাগরে লঘুচাপ, বাঁধে ভাঙন 

খুলনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২২, ১১:০৮আপডেট : ১০ নভেম্বর ২০২২, ১১:০৮

সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। তবে অনেক দূরে থাকায় এখনও খুলনার উপকূলে এর কোনও প্রভাব নেই। নদীর স্বাভাবিক জোয়ার-ভাটায়ই ভাঙছে বাঁধ। বুধবার দিনগত রাতে কয়রার খাশিটানায় ভেঙে গেছে বাঁধ। এর আগে মঙ্গলবার দাকোপের পানখালিতে ভাঙন হয়।

ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ উপকূলে এখন নিয়মিত বিষয়। কিন্তু বাঁধ মেরামত করে মজবুত করতে এখনও নেই কোনও কার্যকর উদ্যোগ। ফলে এ ভাঙনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে জীবিকা চালানো মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন।

কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম বলেন, ‘কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আংটিহারা গ্রামে গত রাতে প্রায় ২০০-২৫০ হাত ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধের কাজ চলছে।’ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধের কাজ চলছে পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ বলেন, ‘এ বাঁধটি নদীগর্ভে বিলীন হওয়ার আগে ফাঁটল ধরলে আমি পাউবোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বললেও তারা এগিয়ে আসেনি। ফলে বাঁধটি মঙ্গলবার ভোরের ভাটায় নদীগর্ভে বিলীন হয়। পাশ দিয়ে দ্রুত বিকল্প বাঁধ নির্মাণ করা না হলে যেকোনও মুহূর্তে বাঁধের বাকি অংশ বিলীন হয়ে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কর্মকার বলেন, ‘পানখালিতে নদীগর্ভে বিলীন হওয়া বাঁধের ভাঙনের স্থলে বালু ভর্তি জিও ব্যাগ ও সিনথেটিক ব্যাগ ফেলা হচ্ছে। এ ছাড়া ওই স্থানে জিও টিউব এবং মাটির কাজও করার প্রস্তুতি চলছে।’

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস বলেন, ‘পানখালী ফেরিঘাটের পূর্ব পাশে ঝপঝপিয়া ও পশুর নদীর মোহনায় নদীগর্ভে বিলীন হওয়া পানখালী গ্রামের বাঁধটি পরিদর্শন করেছি। এ বাঁধটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশনাসহ জেলা প্রশাসক মহোদয়কে অবগত করার পর পাউবো ভাঙনকবলিত স্থানে কাজ শুরু করেছে।’

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ‘দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমে যেতে পারে।’ তিনি জানান, লঘুচাপটি অনেকটা দূরে থাকায় খুলনার উপকূলে এর কোনও প্রভাব নেই। আরও ২-৩ দিন পর এর প্রভাব বোঝা যেতে পারে। 

 

/এমএএ/
সম্পর্কিত
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
বঙ্গোপসাগরে ডুবলো জাহাজ, ভাসছেন ১২ নাবিক
বিশুদ্ধ পানির প্রকল্পে এখন গোয়ালঘর
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!