X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল আরোহী নিহতের পর সড়ক খুঁড়ে ফেললো বিক্ষুব্ধ জনতা

যশোর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭:০৭

যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় ইকবাল হোসেন (৩৮) নামে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। একই সময় আহত হন নয়ন শেখ (২৫) নামে আরেক জন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন এক্সকাভেটর দিয়ে চেঙ্গুটিয়া বাজার এলাকায় যশোর-খুলনা মহাসড়কে খুঁড়ে ফেলেন। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুপুর দেড়টা থেকে পুনরায় যান চলাচল শুরু হয়।

নিহত ইকবাল অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। আহত নয়ন শেখ (২৫) একই গ্রামের মুজিবর শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ইকবাল ও নয়ন একটি মোটরসাইকেলে নওয়াপাড়া বাজার থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথে চেঙ্গুটিয়া বাজার এলাকায় তারা মহাসড়কের পাশে মোটরসাইকেলটি রেখে তার ওপর বসেছিলেন। সে সময় খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে মহাসড়কের অপর প্রান্তে চলে যায় এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ইকবাল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন নয়ন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর পরই বিক্ষুব্ধ জনতা সববেত হয়ে এক্সক্যাভেটর দিয়ে মহাসড়ক খুঁড়ে ফেলেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে কয়েক শ’ যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান মোটরসাইকেল আরোহী নিহত ও আহতের সত্যতা স্বীকার করে বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এমএএ/
সম্পর্কিত
গরু কিনতে যাওয়ার পথে বাবা-ছেলে নিহত
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২
জয়পুরহাটে সড়কে প্রাণ গেলো দুই ধানকাটা শ্রমিকের
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডান যত টাকা পেলো
ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, বললেন নতুন চেয়ারম্যান
ন্যাশনাল ব্যাংক দখল হয়নি, বললেন নতুন চেয়ারম্যান
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধের সুপারিশ সাঈদ খোকনের
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া