যশোরের বসুন্দিয়ায় ইঞ্জিনচালিত ভটভটিতে ট্রাকের ধাক্কায় দেব বিশ্বাস (৫২) নামে এক ভটভটি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদরের বসুন্দিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেব নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়িয়া গ্রামের নিশিকান্ত বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, সকালে দেব বিশ্বাস ইঞ্জিনচালিত ভটভটিতে কালিয়া থেকে বিচালি (ধানের খড়) বোঝাই করে বসুন্দিয়া মোড় এলাকায় যান। এক বাড়িতে বিচালি নামিয়ে বসুন্দিয়া-ধলগ্রাম সড়ক দিয়ে তিনি নিজ বাড়ি ফিরছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে তিনি বসুন্দিয়া মোড় এলাকায় মেজের বাড়ির তেমাথায় পৌঁছালে একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দেব গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সকাল ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. কামরুজ্জামান দুর্ঘটনায় ভটভটি চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।