X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাড়িতে ঢুকে উপজেলা চেয়ারম্যানকে গুলি

গাজীপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:১৩

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টায় শিবপুর পৌরসভার থানা সংলগ্ন বাড়ির তৃতীয় তলার অফিস কক্ষে তিনি গুলিবিদ্ধ হন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার পর চেয়ারম্যানের সমর্থকেরা শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে।

শিবপুর থানার ওসি জানান, শনিবার সকালে বাড়ির পাশের মসজিদে ফজরের নামাজ শেষে বাসায় ফিরছিলেন চেয়ারম্যান হারুনুর রশিদ খান। সে সময় মোটরসাইকেলে তিন যুবক তার বাড়ির সামনে আসে। চেয়ারম্যান তাদের সঙ্গে নিয়ে তৃতীয় তলার অফিসে বসতে দেন এবং তাদের সঙ্গে আলোচনা করেন। ওই তিন যুবক নির্মাণাধীন মসজিদের টাকা নেওয়ার জন্য এসেছে বলে জানায়। চেয়ারম্যান তাদের টাকা দেওয়ার জন্য উঠলে অফিস কক্ষেই পেছন থেকে তাকে গুলি করে যুবকরা। পরে ওই তিন যুবক দৌড়ে চলে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হারুন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী বলেন, ‘উপজেলা চেয়ারম্যানকে গুলি করার বিষয়টি আমি শুনেছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিবপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে রওনা দিয়েছি।’

এদিকে, এ ঘটনায় আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা চত্বরে অবস্থান করে বিক্ষোভ করছেন চেয়ারম্যানের সমর্থকরা। ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের