X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ভুল চিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি
৩১ মে ২০২৩, ১১:০৫আপডেট : ৩১ মে ২০২৩, ১১:০৫

মানিকগঞ্জের সিংগাইরের চারিগ্রাম এলাকার একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় আমিনুর রহমান টিপু (৩৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত জনতা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। এদিকে ঘটনার পরেই হাসপাতালের ডাক্তার, নার্সসহ মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়।

মঙ্গলবার (৩০ মে) বিকাল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম। সোমবার রাতে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চৌরাস্তা এলাকায় চারিগ্রাম জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বাড়ি সিংগাইর উপজেলার চারিগ্রাম গ্রামে। তিনি এই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে চারিগ্রাম চৌরাস্তায় তালের শাঁস বিক্রি করছিলেন টিপু। রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যথা হলে পাশেই চারিগ্রাম জেনারেল হাসপাতালে যান। ওই হাসপাতালের ডাক্তার আবুল কালাম আজাদ পরীক্ষা-নিরীক্ষা শেষে একটি ইনজেকশন দেন। এরপর থেকে টিপুর খিঁচুনি শুরু হয়। তার কিছু পরেই তার মৃত্যু হয়। রোগীর স্বজনদের কিছু বুঝতে না দিয়ে তাকে রেফার্ড করা হয়। স্বজনরা দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। এ সুযোগে হাসপাতালের মালিকপক্ষসহ ডাক্তার, নার্স তালা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ দিকের টিপুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে উত্তেজিত জনতা হাসপাতালে ভাংচুর চালায়। 

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/আরআর/
সম্পর্কিত
কুড়িগ্রামে ধান কাটতে গিয়ে ‌‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
মে দিবসের কর্মসূচিতে এসে ‘গরমে অসুস্থ’ হয়ে শ্রমিকের মৃত্যু
কমলাপুর স্টেশন থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
পরপর দুবার কমলো এলপিজির দাম
পরপর দুবার কমলো এলপিজির দাম
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
ছবিটি দেখে মুগ্ধ তারকারাও!
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে