X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীকে ‘ব্যর্থ’ বলার অভিযোগে আওয়ামী লীগ নেতার বহিষ্কার দাবি

রংপুর প্রতিনিধি
১৩ জুন ২০২৩, ২১:৫৪আপডেট : ১৪ জুন ২০২৩, ০১:০১

দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজার বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। তারা নুরুলকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার (১১ জুন) রাতে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবসের আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় পারদর্শী হলেও দল চালাতে পারদর্শী নন। এমনকি প্রধানমন্ত্রী প্রতিটি বিভাগে সাংগঠনিক সম্পাদক নিযুক্ত করলেও আজ অবধি পীরগঞ্জে তারা কেউ আসেনি। আবার সহযোগী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের কেন্দ্রীয় নেতাদের টাকা দিয়ে রংপুরে আনতে হয়।’

তাৎক্ষণিক সভাপতির এই বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন আলোচনা সভায় উপস্থিত জাতীয় পরিষদের সদস্য খলিলুর রহমান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, রবিউল ইসলাম রবি, শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান। এ সময় শাহিদুল ইসলাম পিন্টুর সঙ্গে ভারপ্রাপ্ত সভাপতির তুমুল বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির উপক্রম হয়। এ সময় সিনিয়র নেতা খলিলুর রহমান মণ্ডলের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরদিন এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে উপজেলার সর্বত্র।

এ প্রসঙ্গে আলোচনা সভায় উপস্থিত সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু বলেন, ‘দলীয় সভানেত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করেছি। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের অবহিত করেছি।’

উপস্থিত পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অপর সহ-সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, ‘তার এমন মন্তব্যে আমরা ক্ষুব্ধ। উপজেলা সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম দেশের বাইরে। তিনি ফিরলে জরুরি সভায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, ছাত্রলীগের সভাপতি আল মামুন কাওসার রতন তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের অপর সহ-সভাপতি আলহাজ মকবুল হোসেন সরদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মণ্ডল মিলন বলেন, ‘ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দেন। তিনি ১৯৮০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), তারপর শাহ আব্দুর রউফ কলেজে বাংলা বিষয়ে প্রভাষকের চাকরি পেতে এরশাদের হাত ধরে জাতীয় পার্টিতে যোগ দেন। দলীয় সভানেত্রী সম্পর্কে মন্তব্য করার যোগ্যতা তার নেই। আমরা তার পদত্যাগ দাবি করছি।’

অভিযোগের বিষয়ে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা বলেন, ‘একটি মহল আমার বক্তব্য বিকৃত করে সাংবাদিকদের কাছে উপস্থাপন করছে। আমি বলেছি, “আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। সফল প্রধানমন্ত্রী। দেশের বর্তমান প্রেক্ষাপটে গণ্ডগোলের সময়ে সংগঠনকে শক্তিশালী করা দরকার। তিনি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন, বিধায় দলে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা সঠিকভাবে কাজ করছেন না ” ’ 

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন বকুল বলেন, ‘তিনি যদি এমন মন্তব্য করে থাকেন, তাহলে অবশ্যই ভুল করেছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি