X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১
বাংলা ট্রিবিউনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জের

খালেদা জিয়ার অনুদান আত্মসাতের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫০আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১২

নিহত ছাত্রদল নেতাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া অনুদানের টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গফরগাঁও উপজেলা ছাত্রদল। মঙ্গলবার দুপুরে গফরগাঁও প্রেসক্লাবে এ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আসাদুজ্জামান সোহেল। এ সময় নিহত সোহেলের পরিবারকে দেওয়া অনুদানের টাকা ফেরত দেওয়ার দাবিও করেন নেতারা। সম্প্রতি বাংলা ট্রিবিউনে এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি সবার গোচরে চলে আসে।

বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনসম্মেলনে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আসাদুজ্জামান সোহেল বলেন, গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমল ছাত্রলীগের হামলায় নিহত হওয়ার পর দলের পক্ষ থেকে তার পরিবারকে আট লাখ টাকার দুটি চেক দেওয়া হয়। দলের গুলশান কার্যালয়ে খালেদা জিয়া নিহতের পরিবারের হাতে চেক দুটি প্রদান করেন। বর্তমানে নিহত ছাত্রদল নেতা কমলের বাবা আবুল কালামের অভিযোগে জানা গেছে, চেক হস্তান্তরের পরপরই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহিবুর রহমান নাছিম তিন লাখ টাকার চেক কমলের বাবার কাছ থেকে নিয়ে নেন। পরবর্তীতে কমলের বাবাকে এক লাখ ৪০ হাজার টাকা দিলেও বাকি টাকা এখনও দেননি। 

এতে ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হয়েছে উল্লেখ করে তার বিরুদ্ধে তদন্ত করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন আসাদুজ্জামান সোহেল। তিনি বলেন, ব্যক্তির অপকর্মের নিজস্ব দায় ছাত্রদল নিবে না। অনুষ্ঠানে বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় বাংলা ট্রিবিউনকে ধন্যবাদ জানান তারা।

হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা ইবনে আযাদ কমল। পরে মৃত্যু হয় তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুছ ছালাম বিপ্লব, হাবিবুর রহমান খোকন, মিজানুর রহমান টিটু, আমিনুল ইসলাম চঞ্চল, দিদারুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি বাংলা ট্রিবিউনে ‘নিহতের পরিবারকে দেওয়া অনুদানের টাকা মেরে দিলো ছাত্রদল নেতারা’  শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়।

 

 

/বিটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৪১
উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
কান উৎসব ২০২৪উদ্বোধক মেরিল স্ট্রিপ, পাচ্ছেন স্বর্ণপাম
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ