X
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

সাবেক চেয়ারম্যানের ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:৩২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:৩২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙা ইউনিয়নে নিজ ঘর থেকে নুরুল ইসলাম টুংকু (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের মালিয়ানি গ্রামে নিজ ঘর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করেন স্বজন ও প্রতিবেশীরা। পুলিশ বৃহস্পতিবার রাতে লাশ মর্গে পাঠায়। নাগেশ্বরী থানার অফিসার ইন চার্জ (ওসি) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নুরুল ইসলাম টুংকু বামনডাঙা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মালিয়ানি গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের ছোট ভাই।

আমজাদ হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকালে আমি কুড়িগ্রাম শহরে আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। দুপুরে ফোনে জানতে পারি, ঘরে টুংকুর ঝুলন্ত লাশ। পরে বাড়িতে এসে নিজেও দেখতে পেরেছি। দেখে আত্মহত্যা মনে হয়নি। স্থানীয় লোকজনও সন্দেহ প্রকাশ করছে। বিষয়টি পুলিশ দেখছে।’

সাবেক এই ইউপি চেয়ারম্যান বলেন, ‘টুংকুর স্ত্রী সকালে তার বাবার বাড়িতে গিয়েছিলেন। তার এক সন্তান আমার মায়ের কাছে এবং এক সন্তান স্ত্রী নিয়ে গিয়েছিল। টুংকুর বাড়িতে কেউ ছিল না। এটি আত্মহত্যা নাকি ভিন্ন কোনও ঘটনা পুলিশ তা তদন্ত করে দেখবে।’

ঘটনাস্থলে উপস্থিত নাগেশ্বরী থানা পুলিশের উপ-পরিদর্শক মিন্টু মিয়া বলেন, ‘নিহতের স্ত্রী সকালে রান্না শেষে ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়িতে গিয়েছিল। বাড়িতে কেউ ছিল না বলে জেনেছি। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। আমরা লাশ বিছানায় শোয়ানো অবস্থায় পেয়েছি। লাশের ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

এদিকে, নাগেশ্বরী উপজেলা শহরে বিদ্যুৎস্পৃষ্টে এক লন্ড্রি কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ‘শাহিন লন্ড্রি’ নামক দোকানে দোকান মালিক শাহিন বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। শাহিন পৌর এলাকার সাঞ্জুয়ার ভিটা গ্রামের বাসিন্দা। ওসিসহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

ওসি আশিকুর রহমান বলেন, ‘ উভয় ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।’

 

/এমএএ/
সম্পর্কিত
চাটখিলে পুকুর পাড় থেকে শিশুর মরদেহ উদ্ধার
মালিবাগে আবাসিক হোটেল থেকে একজনের মরদেহ উদ্ধার
স্ত্রীকে হাসপাতালে ভর্তি করে স্বামী নিখোঁজ, দুই দিন পর মিললো লাশ
সর্বশেষ খবর
২৮ অক্টোবরের পর ‘নিখোঁজ’ বিএনপি নেতারা সামনে আসছেন
২৮ অক্টোবরের পর ‘নিখোঁজ’ বিএনপি নেতারা সামনে আসছেন
অপমৃত্যু ও অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছে ডিএমপি
অপমৃত্যু ও অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তিতে কাজ করছে ডিএমপি
তুষারপাত দেখতে যেতে পারেন ভারতের ৪ স্থানে
তুষারপাত দেখতে যেতে পারেন ভারতের ৪ স্থানে
‘এই বিশ্ব বাউলদের চিন্তা-চেতনার ধারায় পরিবর্তিত হোক’
লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে ৫৫তম ‘সাধুমেলা’‘এই বিশ্ব বাউলদের চিন্তা-চেতনার ধারায় পরিবর্তিত হোক’
সর্বাধিক পঠিত
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা