X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যানজট

কুমিল্লা প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৪, ১৯:০৪আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৯:০৫

কুমিল্লার দাউদকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে দেড় ঘণ্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখা হয়। ফুটওভার ব্রিজের দাবিতে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ করেন।

অবরোধের খবরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম, দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল্লাহ প্রধান।

শিক্ষার্থীরা বলেন, ‘গত ৯ জানুয়ারি মহাসড়কের হাসানপুরে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৭) নিহত হয়। ওইদিনও আমরা ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়কটি অবরোধ করেছিলাম। ওইসময় আমাদের এক সপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। ফুটওভার ব্রিজের কাজ শুরু না হওয়ায় আজ আমাদের আবারও সড়ক অবরোধ করতে হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, ‘অবরোধের সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। বিষয়টি তাৎক্ষণিক ফোনে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরকে অবগত করলে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে শিগগিরই ফুটওভার ব্রিজের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেন। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান। এখন যান চলাচল স্বাভাবিক আছে।’

এ বিষয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর ফোনে বলেন, ‘কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা। ইতোমধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি অফিসিয়াল প্রসেসিংয়ে রয়েছে। শিগগিরই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফুটওভার ব্রিজ নির্মাণকাজ শুরু করা হবে।’

/এমএএ/
সম্পর্কিত
যানজট-গরমে রাজধানীবাসীর ভোগান্তি
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী