X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ছুটির দিনে বাণিজ্য মেলায় ব্যাপক লোকসমাগম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫৭আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০২

জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। শুক্রবার সকাল থেকে রাজধানীর উপকণ্ঠে পূর্বাচলে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। বিকাল হতেই ভিড় বাড়তে শুরু করে। ক্রেতা-দর্শনার্থীদের ভিড় দেখে স্টল মালিক ও আয়োজকরা তৃপ্তির ঢেকুর তুলেছেন। মেলায় লোক সমাগমের অব্যাহত থাকবে বলে আশা করছেন আয়োজকরা।

রূপগঞ্জের ভূলতা থেকে একমাত্র ছেলেকে নিয়ে মেলায় ঘুরতে এসেছেন গৌতম সাহা। তিনি বলেন, ‘ছেলে বায়না ধরেছে মেলা ঘুরে দেখবে। তাই বিভিন্ন স্টল ঘুরে দেখছি। ছেলের জন্য খেলনা কিনেছি। এ ছাড়া মিনি পার্কের বিভিন্ন রাইডে চড়িয়েছি। আজ মেলায় অনেক লোকসমাগম হয়েছে। এ জন্য ভিড়ের মধ্যে চলাচল একটু কষ্টসাধ্য হয়ে পড়েছে।’

মেলায় ভিড় দেখে ছেলেকে হাত ধরে এক স্টল থেকে অন্য স্টলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন গৃহবধূ মণি আক্তার। তিনি বলেন, ‘ছুটির দিন হওয়ায় মেলায় অনেক ভিড়। তবে মেলা বেশ জমে উঠেছে। এ কারণে খুব ভালো লাগছে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছি। তবে তুর্কি পণ্যগুলো খুব ভালো লেগেছে। পরে এক সময় এসে কিনবো।’

টার্কিশ প্যাভেলিয়নের বিক্রেতা রুবেল আহমেদ বলেন, ‘তুর্কি ব্যতিক্রমধর্মী পণ্যের দিকে ক্রেতাদের ঝোঁক একটু বেশি। ফলে বিক্রিও বেড়েছে। তবে ছুটির দিনে ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা অন্য দিনের তুলনায় অনেক বেশি। মেলা পুরোদমে জমে উঠেছে।’

মেলায় বিক্রিও বেড়েছে কসমেটিকসের নানা পণ্য নিয়ে দোকান সাজিয়েছেন মনির হোসেন। তিনি বলেন, ‘দোকানে ভিড় বেড়েছে ক্রেতাও বেড়েছে। ছুটির দিনে মেলা জমে উঠেছে।’

তবে মেলার মিনি পার্কে সবচেয়ে বেশি লোক-সমাগম হয়েছে। উপচেপড়া ভিড়ে পা ফেলার জো ছিল না। পার্কের রাইডগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে।’

ছুটির দিনে লক্ষাধিক লোক সমাগম হয়েছে উল্লেখ করে বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব বিবেক সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুটির দিনে লোক সমাগম বেশি হয়ে থাকে। তবে আজ মেলায় লক্ষাধিক লোক সমাগম হয়েছে। এখন পর্যন্ত মেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।’ মেলায় বিক্রিও বেড়েছে বলে জানান তিনি।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে স্টলের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৩৫১টি। যা বিগত বছরে ছিল ৩৩১টি। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সিঙ্গাপুর, তুরস্ক, হংকং, ইরান, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ব্যবসায়ীরা মেলায় নিজেদের পণ্য বিক্রি করবেন। গত বছরের তুলনায় এ বছর মেলায় প্রবেশমূল্যও বেড়েছে। এ বছর সাধারণ দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা ধরা হয়েছে। যা গত বছর ছিল ৪০ ও ২০ টাকা।

/এমএএ/
সম্পর্কিত
বাণিজ্য মেলায় বিক্রি ৪০০ কোটি, রফতানি আদেশ ৩৯২ কোটি
আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে বহুমুখী করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী
ছুটির দিনে বাণিজ্য মেলায় লক্ষাধিক মানুষ, সর্বোচ্চ বিক্রি
সর্বশেষ খবর
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
রবিবার থেকে ‍দুটি বেঞ্চে চলবে আপিল বিভাগের বিচারকাজ
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে