X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মুক্তিযোদ্ধাকে মারধর, আ.লীগ নেতার ভাগনে কারাগারে

কুমিল্লা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ১২:৩৩আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৩:১৯

কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে মারধরের পর চাঁদা দাবি করার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার ভাগনেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) তাকে কারাগানে পাঠানো হয়েছে। শনিবার ঘটনাটি ঘটে দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানিকান্দি গ্রামে ওই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে।

গ্রেফতার ব্যক্তির নাম গোলাম মোস্তফা সরকার। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ভাগনে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মান্নান (৮০)।

অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মান্নানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মো. মোবারক হোসেন সরকারের জমিসহ নানা বিষয়ে বিরোধ চলে আসছে। বিভিন্ন সময়ে মোবারক বহিরাগত সন্ত্রাসী নিয়ে ওই বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের লোকজনের ওপর হামলা করেন। তারা সম্প্রতি মান্নানের ছেলে ইঞ্জিনিয়ার রুহুল আমিনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার দুপুরে মোবারক সরকার ও গোলাম মোস্তফা সরকারের নেতৃত্বে ৮-৯ জনের একটি দল লাঠি, হকিস্টিক, গ্যাসপাইপ নিয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে এসে তার ছেলের কাছে পুনরায় ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে না পারায় বীর মুক্তিযোদ্ধা মান্নান, তার ছেলে রুহুল আমিন ও ভাতিজা শাকিল সরকারকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন তারা। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে হামলাকারীরা পালিয়ে যান। ওই ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে ৮-৯ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ ২ নম্বর আসামি গোলাম মোস্তফা সরকারকে রবিবার দিবাগত রাতে আটক করে।

মামলার বাদী ইঞ্জিনিয়ার মো. রুহুল আমিন সরকার বলেন, ‘গোলাম মোস্তফা সরকার কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতার ভাগনে হওয়ায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মাধ্যমে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। সে এলাকার লোকজনদের জিম্মি করে বিভিন্নভাবে টাকাপয়সা হাতিয়ে নেয়। দীর্ঘদিন ধরে আমাকে চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিল। চাঁদা না দিলে জানে মেরে ফেলারও হুমকি দেয় তারা। শনিবার আমাদের বাড়িতে এসে চাঁদা চাইলে আমি না দেওয়ায় আমার বাবাসহ আমাদের মারধর করে। আমার কাছ থেকে ১০০ টাকার তিনটি অলিখিত স্ট্যাম্পে জোরপূর্বক সই নেয়।’

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা দেবিদ্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগে মামলা দায়েরের পর গোলাম মোস্তফা সরকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান
গাইবান্ধায় আগুনে পুড়ে ছাই ১০ দোকান
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প