X
শুক্রবার, ০২ মে ২০২৫
১৮ বৈশাখ ১৪৩২

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা: আরও ২ জন গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ২২:১৬আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২২:২৫

রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদে বাবা আকরাম হোসেনকে (৫২) হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে র‌্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে রাজশাহী এবং সিরাজগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার দুই জন হলো– তালাইমারি শহীদ মিনার এলাকার মৃত রতন মিয়ার ছেলে বিশাল (২৮); মো. জামালের ছেলে নাহিদ (২৫)।

র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে রাজশাহীর বেলপুকুর রেলগেট এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করে।

এ ছাড়া র‌্যাব-১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে শাহাজাদপুর উপজেলার চরনাড়ুয়া এলাকা থেকে বিশালকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, এর আগে গত ১৮ এপ্রিল র‌্যাব-৫-এর একটি দল এ মামলার আসামি নান্টু (২৮) ও খোকন মিয়াকে (২৭) গ্রেফতার করে। এ মামলায় এখন পর্যন্ত চার জন গ্রেফতার হলেন। গ্রেফতার বিশাল ও নাহিদকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, নিহত আকরাম হোসেন পেশায় বাসচালক ছিলেন। তার মেয়েকে উত্ত্যক্ত করার পর প্রতিবাদ করে আকরাম হোসেন বখাটেদের পরিবারের কাছে নালিশ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা গত ১৬ এপ্রিল রাতে আকরাম হোসেন ও তার ছেলে ইমাম হোসেনের ওপর হামলা করে। ঘটনার সময় আসামি বিশাল আকরামের মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে আকরামের মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে ইমাম হোসেন সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
ইউরোপা লিগবিলবাওকে উড়িয়ে ফাইনালে ম্যানইউর এক পা
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
জনগণ নির্বাচন ঠেকাতে চাওয়া শক্তিকে ক্ষমা করবে না: আমির খসরু
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
এক মোটরসাইকেলে চার যুবক, নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
অস্ত্র নিয়ে সাবেক এমপির ওপর হামলা, অল্পের জন্য রক্ষা
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
টিসিবির ডিলারদের চুক্তি নবায়নের আহ্বান
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
চিন্ময়ের জামিন কোনও বিচ্ছিন্ন ঘটনা না, ইন্টেরিম সাবধান: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট