দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে কুষ্টিয়া শহরের একটি বাসা থেকে অভিযান চালিয়ে এক সহযোগীসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারের পর তাকে ঢাকায় আনা হচ্ছে।
মঙ্গলবার বেলা সোয়া তিনটার দিকে এ তথ্য নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
জানা গেছে, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি তিনতলা ভবনে সেনাবাহিনী অভিযান চালিয়ে সুব্রত বাইনকে গ্রেফতার করে।