X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরিশাল অঞ্চলে ৪৯ করদাতাকে সম্মাননা

বরিশাল প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৬, ১৮:৩৩আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৮:৩৩

বরিশাল অঞ্চলে ৪৯ করদাতাকে সম্মাননা বরিশাল বিভাগে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদি করদাতাদের সম্মাননা ও সনদপত্র প্রদানের মধ্য দিয়ে ‘আয়কর সপ্তাহ- ২০১৬’ র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর হোটেল গ্রান্ড পার্ক সাউথ গেট বল রুমে আয়কর  সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বরিশাল সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ করদাতা শওকত হাছানুর রহমান এমপি, ভোলার পৌর মেয়র মনিরুজ্জামান ও পিরোজপুরের সংসদ সদস্য মো. আওয়ালের স্ত্রী শায়লা পারভিনসহ বিভাগের ছয় জেলার ৪৯ জন সর্বোচ্চ করদাতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

বরিশাল অঞ্চলে ৪৯ করদাতাকে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষের আন্দোলনের ফসল পদ্মা সেতু। দুর্নীতির মিথ্যা অজুহাত দেখিয়ে পদ্মা সেতুর আর্থিক সহযোগিতার কাজ বন্ধ করে দেয় দাতা সংস্থা। যেখানে বরাদ্দই দেওয়া হলো না, সেখানে কী করে দুর্নীতি হয়। তাই সেদিনই প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। সেদিন যদি দাতা সংস্থা চক্রান্ত না করতো তাহলে আজ আমরা পদ্মা সেতু দিয়েই যাতায়াত করতাম।’

তিনি আরও বলেন, ‘আমরা কৃষিতে বিপ্লব ঘটিয়ে বিদেশে খাদ্য রফতানি করি। আমাদের আগের মত খাদ্য সংগ্রহ করতে হয় না। এক সময়ে কতিপয় স্বার্থান্বেষীরা বলেছিলেন নারী নেতৃত্ব হারাম, এখন আবার তারাই নারীদের বশে থাকেন। যারা এদেশে ইসলামের নামে ভুল প্রচার করে আমরা সেই ইসলাম চাই না।’

বরিশাল কর- অঞ্চল প্রধান মোহাম্মদ জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাছানুর রহমান রিমন, বরিশাল চেম্বার্স অব কমার্স সভাপতি ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, অতিরিক্ত কর কমিশনার আশরাফুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান, ঝালকাঠীর ব্যাসায়ী মনিরুল ইসলাম ও পিরোজপুর মহিলা আওয়ামী লীগ সভাপতি শায়লা পারভিন।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ