X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বেদখলে একযুগ ধরে শেখ রাসেল স্টেডিয়ামের বেহাল দশা

ভোলা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৭, ১৪:০৩আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৪:২৬

অযত্ন-অবহেলা আর বেদখলে একযুগ ধরে ভোলার লালমোহন উপজেলার শেখ রাসেল স্টেডিয়ামের বেহাল দশা। স্থানীয় কর্তৃপক্ষের ব্যর্থতা ও দায়িত্বহীনতায় অবৈধ দখলে রয়েছে এর ভবন, মাঠ ও জমি।

সামনের জায়গা দখল করে গড়ে উঠছে দোকানপাট লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শাহ মো. জাহেদুল ইসলাম নবীন বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানান, স্টেডিয়ামটি ব্যবহার করতে না পারায় এখানকার ক্রীড়া কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘স্টেডিয়ামটি একযুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কাজ শেষ না হওয়ায় এর জায়গা বেদখল হয়ে যাচ্ছে।’

স্থানীয় খেলোয়াড়রাও মন্তব্য করলেন, স্টেডিয়াম না থাকায় লালমোহন উপজেলার ক্রীড়া কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে বিভিন্ন স্কুলের মাঠে অনুশীলন করতে হচ্ছে তাদের। তাই অনতিবিলম্বে লালমোহন স্টেডিয়ামটি দখলমুক্ত করে পূর্ণাঙ্গ স্টেডিয়াম প্রতিষ্ঠার দাবি জানান তারা।

মাঠের ভেতরের অবস্থা অভিযোগ রয়েছে, বিএনপি সরকারের আমলে তৎকালীন পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিনের নামে গড়ে তোলা স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে চলে গেছে দখলদারদের হাতে। বর্তমান সরকারের সময় দখল উচ্ছেদের মাধ্যমে স্টেডিয়ামের নামকরণ হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে। কিন্তু প্রাণ পায়নি স্টেডিয়ামটি!

জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলা পরিষদের পাশে ২০০৪ সালের ১ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য ও তৎকালীন পানিসম্পদমন্ত্রী নিজের নামে ‘বীরবিক্রম মেজর হাফিজ স্টেডিয়াম’ নামে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে তৎকালীন বিএনপি সরকারের মেয়াদে এর নির্মাণ কাজ শেষ হয়নি।

কাজ শেষ না হওয়ায় ভবনের বেহাল দশা তখন থেকেই স্টেডিয়ামের নির্মাণাধীন ভবন আর মাঠ চলে যায় অবৈধ দখলে। মাঠে আস্তানা গড়ে ছিন্নমূলেরা। আর স্টেডিয়াম ভবনের সামনের জমি দখল করে গড়ে ওঠে চা-পানের দোকান এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়।

উপজেলা নির্বাহী অফিসার শামছুল আরিফ বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৪ সালে লালমোহন স্টেডিয়ামের নাম পরিবর্তনের মাধ্যমে শেখ রাসেল স্টেডিয়াম করা হয়। অবৈধ দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া এটিকে আধুনিক স্টেডিয়ামে রূপান্তরের জন্য জাতীয় ক্রীড়া পরিষদে চিঠিও দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এ ব্যাপারে কাজ করছেন বলেও জানান তিনি।

/এমও/জেএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী