X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘এমপি হারুনের খবরে লাইক দেওয়া’য় সাংবাদিককে মারধরের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
১৮ মে ২০১৭, ০৭:৩৪আপডেট : ১৮ মে ২০১৭, ০৭:৪০

 

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিক বাদল ঝালকাঠিতে এক সাংবাদিককে মারধর করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত সাংবাদিক এইচএম বাদলের অভিযোগ, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনকে নিয়ে প্রকাশিত খবরে ফেসবুকে লাইক দেওয়ায় স্থানীয় কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার ও তার লোকেরা পিটিয়ে বাদলের পা ভেঙে দিয়েছেন। তবে বাদলকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন কিবরিয়া শিকদার। এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইউনুস মিয়া জানান, ‘এ ব্যাপারে কোনও অভিযোগ আসেনি। অভিযোগ না আসায় কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’

আহত সাংবাদিক এইচএম বাদল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কাঁঠালিয়া কমিটির আহ্বায়ক এবং আঞ্চলিক দৈনিক বরিশাল প্রতিদিনের স্থানীয় প্রতিনিধি। তিনি বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

বাদল জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে কাঁঠালিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পেছনে ধরে নিয়ে তাকে লোহার রড দিয়ে পেটানো হয়। খবর পেয়ে আত্মীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘রাজধানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের ঘটনায় সংসদ সদস্য বজলুল হক হারুনের বিরুদ্ধে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের লিংকে ফেসবুকে লাইক দেওয়ার অভিযোগ তুলে আমার ওপর হামালা চালায় তারা।’

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাকিব রহমান বলেন, ‘বাদলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার পা ও কোমরে গুরুতর আঘাত রয়েছে, চিকিৎসা চলছে।’

বাদলকে মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া সিকদার সাংবাদিকদের বলেন, ‘আমি বাদলকে মারধর করিনি। এমপির বিরুদ্ধে লেখায় স্থানীয়রা হয়তো মারতে পারে। এমপির বিরুদ্ধে অপপ্রচার চালানোসহ সাংবাদিক বাদলের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে।’

এদিকে এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঝালকাঠি জেলা শাখার আয়োজনে সাংবাদিকরা বুধবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি