X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বরিশালের সব রুটে নৌ-চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
৩০ মে ২০১৭, ০০:০০আপডেট : ৩০ মে ২০১৭, ০০:০৫

বরিশাল লঞ্চঘাট থেকে সোমবার রাতে ফিরে যাচ্ছেন যাত্রীরা
 

ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে বরিশালজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিয়েছে।   এ কারণে বিভাগের সব রুটের নৌ-চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

সোমবার সন্ধ্যায় বরিশাল নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের এই উপ-পরিচালক বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে দুপুর হতে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ইতোমধ্যে মাঝ নদীতে থাকা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে নোঙর করানো হয়েছে। এরপর সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে বরিশাল সহ সব রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা এবং পায়রা সমুদ্র বন্দরের আওতাধীন বরিশাল নদী বন্দরের আবহাওয়া সতর্কতা সংকেত ৮ নম্বর মহাবিপদ সংকেতে উন্নীত হওয়ায় বরিশাল থেকেও ঢাকার উদ্দেশে লঞ্চ-স্টিমারসহ সব ধরনের নৌ-চলাচল বন্ধ ঘোষণা করা হয় বলে তিনি জানান।  এতে করে বরিশাল থেকে সোমবার রাতে ঢাকার উদ্দেশে কোনও লঞ্চ নৌবন্দর ছেড়ে যায়নি। যাত্রীদেরও  ফেরত পাঠানো হয়েছে।

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে।

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, বর্তমানে বরিশাল নগরী এবং আশপাশের এলাকায় গুমোট ও মেঘলা আবহাওয়া বিরাজ করছে।  তবে সারাদিনে বৃষ্টি হয়নি। তিনি জানান, রাতে বরিশালের ওপর দিয়ে বৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি আরও জানান, রাত ৯টা পর্যন্ত মংলা থেকে ৫০০ কিলোমিটার ও পায়রা বন্দর থেকে ৪০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঘূর্ণিঝড় ‘মোরা’ । এ কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোরা’র কারণে ৪ থেকে ৫ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। নদী বন্দরগুলোর জন্য দূরত্ব অনুযায়ী ৪ থেকে ৮ নম্বর সংকেত জারি করা হয়েছে।

এদিকে, বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রেডক্রিসেন্ট, ঘূর্ণিঝড় প্রস্তুতি কেন্দ্র এবং প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক হয়েছে সোমবার বিকেলেই। সব স্বেচ্ছাসেবককে সতর্ক ও তৎপর রাখা হয়েছে। সব আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং নিয়মিত বেতার যোগাযোগ রাখা হচ্ছে।

গাজী মো সাইফুজ্জামান বলেন,  প্রশাসনের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে।  মেডিকেল টিম গঠন করা হয়েছে ১০২ টি। জেলায় ২০৬ টি আশ্রয় কেন্দ্রের মধ্যে চর এলাকার লোকজনদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। ২ হাজার প্যাকেট খুচরা খাবার মজুদ রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলার জন্য।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
স্যামসন-জুরেলের ব্যাটে লখনউকে সহজে হারালো রাজস্থান
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
কাপ্তাই হ্রদে নাব্য সংকট, ৫ উপজেলার যোগাযোগ বন্ধ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু