X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিআইডব্লিউটিসি’র ১৫ দিনের ঈদ সার্ভিস শুরু হচ্ছে আজ

বরিশাল প্রতিনিধি
২২ জুন ২০১৭, ১০:৫৩আপডেট : ২২ জুন ২০১৭, ১১:০১

লঞ্চ (সংগৃহীত) সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা রুটে ১৫দিনের বিশেষ ঈদ উল ফিতর সার্ভিস ট্রিপ শুরু করতে যাচ্ছে। মোট ৬টি জাহাজ দিয়ে আগামী ৬ জুলাই পর্যন্ত এ ট্রিপ চলবে বলে জানিয়েছেন সংস্থার উপ-মহাব্যবস্থাপক (বানিজ্যিক/যাত্রী পরিবহন) শেখ মো: নাছিম। এ সময় নিয়মিত রুটের জাহাজও ঢাকা, চাঁদপুর, বরিশাল, ঝালকাঠী, হুলারহাট, মোড়েলগঞ্জ ও খুলনা রুটের যাত্রীদের চলাচলে সংযোগ-সুবিধা দেবে।

১৫ দিনের এ বিশেষ ঈদ উল ফিতর সার্ভিস ট্রিপের চলাচলকারী ৬টি স্টিমার হচ্ছে- পিএস (প্যাডেল স্টিমার ) অস্ট্রিচ, পিএস মাহসুদ, পিএস টার্ন, পিএস লেপচা এবং এমভি ( মোটর ভেসেল) মধুমতি ও এমভি বাঙ্গালী। এমভি মধুমতি ও এমভি বাঙ্গালী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ঢাকা সদরঘাট থেকে যাত্রার মাধ্যমে ১৫দিনের বিশেষ ঈদ উল ফিতর সার্ভিস ট্রিপ শুরু করবে।

এছাড়া পিএস অস্ট্রিচ ২৩, ২৮ ও ৩০ জুন ঢাকা প্রান্ত থেকে, ২৫ জুন ও ২ জুলাই মোড়েলগঞ্জ এবং ২৯ জুন বরিশাল প্রান্ত থেকে যাত্রা করবে।

এমভি মধুমতি ২২, ২৩, ২৪, ২৬ ও ৩০ জুন ও ১, ২, ৬ জুলাই ঢাকা প্রান্ত থেকে এবং ২৫ জুন হুলারহাট, ২৩, ২৮, ৩০ জুন ও ১, ২, জুলাই বরিশাল প্রান্ত থেকে ছাড়বে। এমভি বাঙ্গালী ২২, ২৫, ২৯ জুন ও ৩ জুলাই ঢাকা প্রান্ত থেকে এবং ২৪, ২৭ জুন ও ১, ৫ জুলাই বরিশাল স্টিমার ঘাট থেকে যাত্রা শুরু করবে।

পিএস লেপচা ২ জুলাই ঢাকা এবং ৪ জুলাই বরিশাল থেকে ছাড়বে। পিএস টার্ন ২৮ জুন ও ৫ জুলাই ঢাকা সদর ঘাট এবং ২৩ ও ৩০ জুন বরিশাল স্টিমার ঘাট থেকে ছাড়বে। পিএস মাহমুদ ২৪, ২৭ জুন ও ১, ৪  জুলাই ঢাকা এবং ২৬, ২৯ জুন ও ৩, ৬ জুলাই বরিশাল প্রান্ত থেকে যাত্রা শুরু করবে।

বিআইডব্লিউটিসি’র বরিশাল স্টেশনের সহ-মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, ‘যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ ও বরিশালে টাগবোট, পাইলটিং সার্ভিস সবসময় প্রস্তুত থাকবে।’ তিনি জানান, ১৬৯ কিলোমিটার ঢাকা-বরিশাল নৌ রুটের ভাড়া বাড়বে না। সাধারণ সময়ের মতোই এ সময়েও জনপ্রতি একমুখী ভাড়া প্রথম শ্রেণি ১০৫০ টাকা, দ্বিতীয় শ্রেণি (বেসরকারি লঞ্চের প্রথম শ্রেণি তুল্য) ৬৩০ টাকা, ডেক ১৭০ টাকা থাকবে। এ রুটের বেসরকারি লঞ্চের তুলনায় তা শতকরা ৩০ হতে ৬০ ভাগ কম।

এ ছাড়াও বিশেষ ঈদ-উল-ফিতর সার্ভিস-ট্রিপের আওতায় ১১ টি উপকূলীয় রুটের জন্য থাকবে বিশেষ সি-ট্রাক সার্ভিস। ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত এমভি মনিরুল হক এবং এমভি বারো-আওলিয়া নামে দুটি সমুদ্র উপকূলীয় অঞ্চলে চলাচল উপযোগী জাহাজ দিয়ে হাতিয়া ও সন্দ্বীপের সঙ্গে চট্রগ্রামের সংযোগ রক্ষা করা হবে। এসময়ে ওয়াটার-বাস এবং ফেরি সার্ভিসও সব সময় সচল রাখার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি’র সূত্র।

/এফএস/ 

আরও পড়ুন- ‘চালকরা নিয়ম মেনে চললে যানজট হবে না’

সম্পর্কিত
সর্বশেষ খবর
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
রিভ চ্যাট ভার্সন ৪.০ উন্মোচন
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
উচ্চশিক্ষার সাম্প্রতিক প্রবণতা
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
জাপানে ৬.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত
মনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনমনোনয়নপত্র সংগ্রহ করলেন মোস্তাফিজুর রহমান মোস্তাক
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই