X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বিসিক প্রকল্পে দুর্নীতি, পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

এসএম রেজাউল করিম, ঝালকাঠি
২২ জুন ২০১৭, ২১:১৪আপডেট : ২২ জুন ২০১৭, ২১:১৪

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ঝালকাঠি প্রকল্পের মাটি ভরাটের কাজে অর্ধকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট অভিযোগে ওই প্রকল্পের পরিচালক অসীম কুমার ঘোষ, নির্বাহী প্রকৌশলী (পুরকৌশল) সাইফুল ইসলাম খান, সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেন, সহকারী প্রকৌশলী সাইফুর ইসলাম চৌধুরী এবং দুই ঠিকাদার আওয়ামী লীগ নেতা মজিবুল হক আকন্দ ও মনিরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই প্রকল্পের মাটি ভরাটের কাজেই হয়েছে দুর্নীতি বরিশাল দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, গত ১৯ জুন ঝালকাঠি জেলার নলছিটি থানায় মামলাটি দায়ের করেন দুদক বরিশাল বিভাগীয় সম্বনিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন (মামলা নং-১৯/০৬)। মামলা দায়েরের পরদিন (২০ মে) ঢাকাস্থ বিসিকের কেন্দ্রীয় দফতর থেকে গ্রেফতার করা হয়েছে নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম খান ও সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেনকে।

দুদক সূত্র জানায়, বিসিক ঝালকাঠি প্রকল্প এলাকায় মাটি ভরাটের কাজের জন্য ২০১৫ সালের জুলাই মাসে ২ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। ওই দরপত্রে প্রকল্প এলাকায় ৪টি পুকুর দেখানো হয়েছিল। যেগুলো ভরাটের জন্য দরপত্রে বাড়তি বরাদ্দ ধরা হয়। প্রকৃতপক্ষে প্রকল্প এলাকায় পুকুর ছিল একটি। ৩টি পুকুর ভরাটের জন্য বরাদ্দ করা অর্থ লোপাট করা হয়। এমন একাধিক অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় দুদকের নির্দেশে বিষয়টি অনুসন্ধান শুরু করেন বরিশাল দুদকের উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন।

উপ-সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, অনুসন্ধানে অভিযোগে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং মামলায় অভিযুক্তরা বিসিক ঝালকাঠি প্রকল্পের মাটি ভরাটের কাজে দুর্নীতি করে ৫২ লাখ ৬৬ হাজার ২৫০ টাকা লোপাট করেছেন। এ অভিযোগে ঝালকাঠির নলছিটি থানায় গত ১৯ জুন ওই ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদক সূত্র জানায়, গ্রেফতার হওয়া নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম খান ও সহকারী প্রকৌশলী বেলায়েত হোসেনকে ২০ জুন গ্রেফতারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জানা গেছে, বিসিক ঝালকাঠি প্রকল্পের মাটি ভরাট কাজের ঠিকাদার ও মামলার আসামি মো. মজিবুল হক আকন্দ ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর ঠিকাদার মনিরুল ইসলাম তালুকদার ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের পুত্র। বর্তমানে তিনি জালিয়াতি করে ব্যাংক ঋণ গ্রহণ এবং আত্মসাতের দায়ে দায়ের হওয়া একটি মামলায় জামিনে আছেন।

সূত্র জানায়, বিসিক ঝালকাঠি প্রকল্পের দরপত্র গ্রহণ এবং কার্যাদেশ প্রদানেও ব্যাপক অনিয়ম করা হয়েছে। ২০১৫ সালের ১০ আগষ্ট ওই প্রকল্পের ৪ গ্রুপের দরপত্র জমা দেওয়ার শেষ দিনে বিসিক ঝালকাঠি প্রকল্প দপ্তর এবং জেলা প্রশাসকের কার্যালয়ের বাক্সে কোনও দরপত্র পাওয়া যায়নি। অথচ ওই ৪ গ্রুপের দরপত্র বিক্রি হয়েছিল ৪৫টি। ওই সময় ঝালকাঠি বিসিকের প্রকল্প পরিচালক অসীম কুমার ঘোষ সাংবাদিকদের জানিয়েছিলেন, তার দফতরের বাক্সে কোনও দরপত্র পাওয়া যায়নি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!