X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বরিশাল প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১৯:১৮আপডেট : ১০ আগস্ট ২০১৭, ১৯:১৮

দুদক

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাসহ দুইজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হেসেন জানান, বরিশাল কোতোয়ালি থানায় এ ব্যাপারে ২৫/৫১১ নং মামলাটি দায়ের করেন দুদক বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মো. মতিউর রহমান।

 দণ্ডবিধির ৪০৯/২০১/১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের-১৯৪৭ এর ৫(২) ধারায় শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক নিজাম উদ্দিন ফারুক এবং প্রশাসনিক কর্মকর্তা আব্দুল জলিল বিরুদ্ধে এ (নং-২৫/ ৫১১) মামলাটি দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

 বাদী দুদক বরিশাল কার্যালয়ের উপ-পরিচালক মো. মতিউর রহমান মামলার এজাহারে  বলেন,‘আগস্ট-২০১৫ থেকে ডিসেম্বর-২০১৬ সালে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে আসামিরা অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নেন।

তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গত ১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০১৬ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর ২২৬টি পদে নিয়োগপত্র দেন।

এনিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় ২০১৭ সালের ১৮ জানুয়ারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও উপ-সচিব (পার-২) এ কে এম ফজলুল হকের স্বাক্ষরিত এক আদেশে বলা হয় শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ কার্যক্রমে ব্যাপক অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এ কারণে হাসপাতালের পরিচালকের অতিরিক্ত দায়িত্বরত অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন ফারুক, উপ-পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম হাওলাদার ও প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এরপর দুদক এ বিষয়ে তদন্ত শুরু করে দেখে উপ পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম হাওলাদার নিয়োগ কমিটির সদস্য-সচিব হলেও তাকে সে দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। প্রশাসনিক কর্মকর্তা আবদুল জলিল মিয়াই সদস্য-সচিবের দায়িত্ব পালন করে সব ফাইল-পত্র নিজের হেফাজতে রাখেন। আবদুল জলিল মিয়া তার দুই স্ত্রী নাছিমা হক ডেইজি এবং সালমা বেগমকে দুই পরিচয় ও ঠিকানা ব্যবহার করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। তাছাড়াও নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণের সহায়ক প্রমাণপত্রও সড়িয়ে নষ্ট করে ফেলেন। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা ভিত্তিতে এ মামলাটি দায়ের করেছেন বলে জানান দুদক কর্মকর্তা।

/জেবি/

আরও পড়তে পারেন: ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে শিক্ষক আটক



 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী