X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডাকাত সন্দেহে আটক বরিশালের ২ আর্মড পুলিশ সদস্য বরখাস্ত

ঝালকাঠি প্রতিনিধি
২০ আগস্ট ২০১৭, ১১:২৫আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১১:২৫

বরিশাল ঝালকাঠিতে ডাকাত সন্দেহে আটক হওয়া বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের দুই সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন, বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কমান্ডেন্ট অফিসার আবু নাসের মো. খালেদ।
অভিযুক্তরা হলো- বরিশাল আর্মড পুলিশ সদস্য আল হাদি। তার বাড়ি ঝালকাঠি শহরের বাঁশপট্টি এলাকায়। অন্য পুলিশ সদস্য হলেন সিরাজুল ইসলাম। তার বাড়ি ঝালকাঠি সদরের চামটা গ্রামে। গত শুক্রবার রাত ৮টায় সদরের নথুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা না করে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই পুলিশ সদস্যকে বরিশাল আর্মড পুলিশের কমান্ডেন্ট’র কাছে হস্তান্তর করা হয়েছে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।’
এ ঘটনায় শুক্রবার অভিযুক্ত ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্যকে বরখাস্ত করেছেন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়ান কমান্ডেন্ট অফিসার আবু নাসের মো. খালেদ। তিনি জানান, ২ আর্মড পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগের সত্যতা পাওয়ায় বরখাস্ত করা হয়েছে। তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নথুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল কবির বলেন, ‘এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই কয়েক ব্যক্তিকে বাড়িতে আটক করে জনতা ঘিরে রেখেছে। পরে নিশ্চিত হই আটক দুই ব্যক্তি পুলিশের সদস্য। বরিশাল আর্মড পুলিশের সদস্য হয়ে রাতের বেলা কেন তারা অন্য এলাকায় এসে জোর করে বাড়িতে প্রবেশ করেছে প্রশ্ন করলে তারা উত্তর দিতে পারেনি। আমরা এলাকাবাসীর সহায়তায় তাদেরকে পুলিশে তুলে দিয়েছি। যদি তাদের ছেড়ে দেওয়া হয় তবে সে দায় পুলিশের।’

এ বিষয়ে মুদি দোকানি আলমগীর হোসেন বলেন, ‘আমার বাড়িতে আগেও ডাকাতি হয়েছে। রাতে তিন ব্যক্তি আমার খোঁজ করার কথা বলে বাড়িতে প্রবেশ করতে চায়। আমার স্ত্রী আমি বাড়িতে নেই বলা সত্ত্বেও তারা দরজা ধাক্কা দিয়ে জোর করে বাড়িতে প্রবেশ করে। পরে এলাকাবাসী তাদের আটক করে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি