X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

জঙ্গি মেহেদীর গ্রামের বাড়িতে কেউ থাকে না

পটুয়াখালী প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬

ইমাম মেহেদী হাসান ওরফে জিব্রিল জঙ্গি কমান্ডার মেহেদী হাসান ওরফে জিব্রিলের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার রাজাপুর গ্রামে। ওই গ্রামে বসতবাড়ি থাকলেও পরিবারটি কখনওই সেখানে স্থায়ীভাবে বসবাস করেনি। বাউফল থানার এসআই সহিদুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, রাজাপুর গ্রামের বাড়িতে গিয়ে মেহেদীর পরিবারের কোনও সদস্যকে পাওয়া যায়নি। তবে সেখানে টিনের একটি বসতবাড়ি রয়েছে। ওই বাড়িতে কেউ থাকেন না। মেহেদীর বাবা খোরশেদ আলম পুলিশে চাকরি করায় পরিবার নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন। তাই গ্রামের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসতেন। বরিশাল থেকে চাকরি অবসর পাওয়ার পর তারা ঢাকায় পাড়ি জমান। বড় ভাই ওয়ালীউল্লাহকে ৭-৮ মাস আগে গ্রামে একবার গ্রামে দেখা গেলেও মেহেদীকে দেখা যায়নি।
বাউফল থানার ওসি আযম খান ফারুকি জানান, চার বোন, দুই ভাইয়ের মধ্যে মেহেদী সবার ছোট। পরিবারের সদস্যরা কেউ গ্রামে থাকে না।
প্রসঙ্গত, বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়ি থেকে জঙ্গি মেহেদী হাসানকে গ্রেফতার করে র্যা ব-৩-এর একটি দল। মেহেদী ঢাকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে। বিবিএ সম্পন্ন করার পর কিছুদিন র্যা ম্প মডেল হিসেবে কাজ করে সে। ২০১৫ সালে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সঙ্গে যুক্ত হয় সে। এ গ্রুপের দুটি অপারেশন ব্রিগেড রয়েছে। একটি ‘বদর স্কোয়াড ব্রিগেড' ও অন্যটি 'ব্রিগেড আদ্-দার-ই-কুতনী'। এর মধ্যে মেহেদী 'ব্রিগেড আদ্-দার-ই-কুতনীর' কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ব্রিগেডটি বদর স্কোয়াডের ব্যাকআপ হিসেবে কাজ করতো। তার সঙ্গে বাংলাদেশি প্রবাসীদেরও যোগাযোগ ছিল। তার মাধ্যমে অনেক সময় জঙ্গিবাদের অর্থ এসেছে বলে জানা গেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
নির্বাচনের আগের দিন ফরিদপুরের উপজেলা চেয়ারম্যানপ্রার্থী শামসুল আলম কারাগারে
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল