X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বরিশালের দুই সিটি গেট নির্মাণ কাজের শেষ কবে জানেন না কেউ

বরিশাল প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪০

দপদপিয়া ও গড়িয়ারপাড় সিটি গেট (ছবি: প্রতিনিধি) বরিশাল নগরীর দুই প্রবেশদ্বারে সিটি গেট নির্মাণের কাজ শেষ প্রান্তে এসে মুখ থুবড়ে পড়েছে। ২০১৬ সালের জুন মাসের মধ্যে এ গেট দুটির নির্মাণকাজ শেষ করার কথা ছিল। তবে এক বছরের বেশি সময় পরও কাজের কোনও অগ্রগতি দেখছেন না নগরবাসী। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ দুটি গেটের নির্মাণকাজ ৯০ শতাংশ সমাপ্ত করার দাবি করা হলেও পুরো কাজ কবে নাগাদ শেষ করা হবে তা কেউ বলতে পারছেন না। বরং ব্যস্ত সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ সামগ্রী ফেলে রাখায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দপদপিয়া ও গড়িয়ারপাড় সিটি গেট নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে বরিশালের দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে দুইবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক গেট দুটি পরিদর্শনও করেছেন।

এ বিষয়ে বরিশাল সিটি করপেরেশনের (বিসিসি) মেয়র মো. আহসান হাবিব কামাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মন্ত্রণালয় প্রজেক্টটি ক্লোজ করায় সিটি করপোরেশনের অর্থায়নে এর নির্মাণ কাজ সম্পন্ন করা খুবই কষ্টসাধ্য। তারপরও সাধ্যমতো গেট দুটি নির্মাণের কাজ চলছে।’ তিনি আরও বলেন, ‘গেট নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। সড়ক ও জনপদ বিভাগ তাদের গাছ কেটে নিলেই বাকি কাজ সম্পন্ন করা হবে।’

বিসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মোত্তালিব বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গেট নির্মাণ প্রকল্পের ফাইল ক্লোজ করা হয়েছে। ফলে কাজের টাকা ঠিকাদারকে কিভাবে পরিশোধ করা হবে তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার মোমেন সিকদার ইতোমধ্যে সিটি করপোরেশন থেকে কিছু টাকা পেয়েছেন।’

নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের একাধিক প্রকৌশলী জানান, বিসিসি’র ২০৮ কোটি টাকার উন্নয়ন বাজেট পুনর্মূল্যায়ন করে ২২৭ কোটি টাকা করা হয়েছে। অনুমোদিত প্রকল্পের শেষ কিস্তির প্রায় ছয় কোটি টাকা মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি। শেষ কিস্তির ওই টাকা কেটে রাখায় বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজ মাঝপথে এসে বন্ধ রয়েছে বলেও সূত্রটি দাবি করেছেন।

রিভাইসড বাজেটের ওই ছয় কোটি টাকা না পাওয়ায় তিন কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য দপদপিয়া সিটি গেট ও গড়িয়ারপাড় সিটি গেট যথাসময়ে সমাপ্ত করা সম্ভব হয়নি। দীর্ঘদিন সিটি গেট দুটির নির্মাণ কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত দপদপিয়া সেতুর টোল আদায়কারী শ্রমিকরা জানান, মূল সড়কের অধিকাংশ দখল করে দীর্ঘদিন গেটের নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ব্যস্ততম এ পয়েন্ট থেকে কুয়াকাটা, বরগুনা, পটুয়াখালী, মির্জাগঞ্জ ও বাকেরগঞ্জ থেকে আসা বাস, মিনিবাস ও মোটরসাইকেল চালকরা ভোগান্তিতে পড়ছেন।

আরও পড়ুন- আসছি বলে পালিয়েছে ছেলে, কাঁদছেন রোহিঙ্গা মা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
চিনি-লবণ মিশিয়ে নকল প্যাকেটে স্যালাইন তৈরি, গ্রেফতার ৩
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
জিকোর কপালে গভীর ক্ষত, সার্জারির পর হাসপাতালে ভর্তি 
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
লড়াই করেও কিংসের কাছে হারলো আবাহনী
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
গণতান্ত্রিক যেকোনও বিষয়কে বিএনপি ফাঁদ মনে করে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে