X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

সাপ আতঙ্কে কমিউনিটি ক্লিনিক বন্ধ

ভোলা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ১২:৩৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১২:৪৫

ভোলার লালমোহনে সাপ আতঙ্কে কমিউনিটি ক্লিনিক বন্ধ ভোলার লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া কেরামতিয়া কমিউনিটি ক্লিনিক ও তার আশপাশের এলাকায় গত কয়েকদিনে প্রায় আড়াইশ সাপের হত্যা করেছেন স্থানীয়রা। প্রতিদিন ক্লিনিকের ভেতর থেকে বিষধর সাপের বাচ্চা বের হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে ক্লিনিকের সব কার্যক্রম। এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী জানান, গত কয়েক সপ্তাহ ধরে ওই ক্লিনিকটির ভেতরে ও আশপাশে সাপের আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি ক্লিনিকের ভেতর সিমা নামের এক রোগীকেও সাপে দংশন করে। তার চিৎকারে স্থানীয় জনতা লাঠি নিয়ে এসে প্রায় দেড় শত সাপের বাচ্চা মেরে ফেলেন। পরে ক্লিনিকের সিএইচসিপি মো. মাহাবুবুর রহমান বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানালে তিনি সাময়িক সময়ের জন্য সেবা নিতে আসা রোগীদের অন্যস্থানে সেবা নেওয়ার জন্যে বলেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

সোমবার দুপুর থেকে বুধবার পর্যন্ত আরও প্রায় একশ সাপের বাচ্চা মারা হয় ওই ক্লিনিক ও তার আশপাশের এলাকা থেকে। বড় সাপ গুলো না মারতে পারায় আতঙ্ক বিরাজ করছে ক্লিনিকে সেবা নিতে আসা রোগী ও এলাকাবাসীর মাঝে।

সেবা নিতে আসা রোগী মো. আবু তাহের, মো. বেলাল হোসেন, পারভীন আক্তার বলেন, ‘আমরা সাপের ভয়ে ক্লিনিকে সেবা নিতে যেতে পারছি না। সেখানে প্রতিদিন ক্লিনিক ও তার কাছের এলাকায় বিষধর সাপ দেখা যায়।’

ক্লিনিকের সিএইচসিপি মো. মাহাবুবুর রহমান বলেন, ‘প্রতিদিন এখানে সাপ দেখা যায়। সেজন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে ক্লিনিকের ভেতরে সব ধরণের কার্যক্রম বন্ধ করে দিয়ে অন্য স্থানে সেবা দেওয়া হচ্ছে’।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ বলেন, ‘ওই ক্লিনিকের সিএইচসিপি বিষয়টি আমাকে জানানোর পরে আমি বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানালে তিনি বলেছেন পার্শ্ববর্তী কাচারিতে রোগীদের সেবা দিতে। অন্যদিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ অনুযায়ী ওই ক্লিনিকের ভিতরে কার্বোলিক এসিড দেওয়া হয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ঢাকার অধস্তন আদালতগুলোতে এসি লাগাতে আইনি নোটিশ
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!