X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বরগুনায় কালের কণ্ঠের সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বরগুনা প্রতিনিধি
০৭ মে ২০১৮, ১৮:১৮আপডেট : ০৭ মে ২০১৮, ২০:৩৯

 

বরগুনা

কালের কণ্ঠ পত্রিকার সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন বরগুনার সংসদ সদস্য অ্যাভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। কালের কণ্ঠে প্রকাশিত সংবাদের মাধ্যমে বাদীকে হেয় করার অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়েছে। সোমবার (৭ মে) বরগুনার জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে অ্যাডভোকেট সুনাম দেবনাথ।

আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন মামলাটি গ্রহণ করে আসামিদের নামে সমন জারির নির্দেশ দেন।

মামলার বর্ণনায় উল্লেখ করা হয়েছে, বরগুনা-১ আসনের সংসদ সদস্য একজন সম্ভ্রান্ত ব্যক্তি, তিনি দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ধারার রাজনীতির সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধকালীন সংগঠক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি ৬ দফা ও ১১ দফা আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন, এলাকার চারবারের নির্বাচিত সংসদ সদস্য এবং একবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। একই সঙ্গে তার ছেলে সুনাম দেবনাথ একজন অ্যাডভোকেট ও জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। কিন্তু উপরোক্ত পত্রিকা কর্তৃপক্ষ স্থানীয় কয়েকজন রাজনীতিবিদের মাধ্যমে প্ররোচিত হয়ে তার বিরুদ্ধে মানহানিকর খবর ছাপিয়েছে। উদ্দেশ্যমূলকভাবে ওই পত্রিকার হাজার হাজার কপি বাজারে ফ্রি বিতরণের মাধ্যমে বাদীর মর্যাদা ও সম্মান ক্ষুণ্ন হয়েছে। আইনের ধারায় সে ক্ষতি ১০ কোটি টাকা সমতুল্যের।

বিবরণে আরও বলা হয়, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক এমদাদুল হক মিলন, নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, প্রকাশক এবং ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের ময়নাল হোসেন চৌধুরী পরিকল্পিতভাবে কালের কণ্ঠের ১১ মার্চ সংখ্যার ১ম পাতায় ছবিসহ ‘পারিবারিক লীগে শম্ভু ফুলে ফেঁপে’ শীর্ষক সংবাদ প্রকাশ করে। যা উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা হয়েছে। এ সংবাদে তার পরিবারসহ উদ্দেশ্যমূলকভাবে তার ছেলে সুনাম দেনাথকে জড়ানো হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। ব্যাপক প্রচারের জন্য এই প্রতিবেদনে মুদ্রিত হাজার হাজার কপি ১৩ মার্চ বিনামূল্যে বিতরণ করা হয়। এ বিষয় বাদীপক্ষ প্রতিবাদ পাঠালে পত্রিকা কর্তৃপক্ষ যথাযথ মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে। বিবরণে আরও বলা হয়, সংবাদটি ছিল বক্রোক্তিমূলক ও মানহানিকর। এ ক্ষতি বাদীর বিবেচনায় ১০ কোটি টাকার সমতুল্য। এ বিষয় প্রতিবাদ ছাপানোর জন্য বিবাদীদের লিখিত ও ফোনের মাধ্যমে অনুরোধ করা হয়। কিন্তু বিবাদীরা তা যথাযথ গুরুত্ব না দিয়ে গুরুত্বহীনভাবে প্রকাশ করে। যার কারণে বিবাদী পক্ষের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করেছেন এমপি। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট জগদীশ চন্দ্র শীল । 

 

/জেবি/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি