X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা, স্বামী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২১ মে ২০১৮, ১৯:২৪আপডেট : ২১ মে ২০১৮, ১৯:২৪

গ্রেফতারের প্রতীকী ছবি বরিশালের গৌরনদীতে যৌতুকের দাবিতে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মাদকাসক্ত স্বামী আলামিন শিকদারকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার (২১ মে) দুপুরে উপজেলার কাছেমাবাদ গ্রাম থেকে অভিযুক্ত আলামিন শিকদারকে (৩৫) গ্রেফতার করেছে। পরে বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার পর বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

গৌরনদী থানার ওসি মুনিরুল ইসলাম মুনির বাংলা ট্রিবিউনকে জানান, অগ্নিদগ্ধ গৃহবধূর মা উজিরপুর উপজেলার বারোপাইকা গ্রামের ফকরুন বেগম বাদী হয়ে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১০ বছর আগে গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামের মান্নান শিকদারের ছেলে আলামিন শিকদারের সঙ্গে উজিরপুর উপজেলার বারোপাইকা গ্রামের আব্দুল গনির মেয়ে সাথী বেগমের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয়।
কিন্ত এরপরও মাদকসেবী আলামিন যৌতুকের দাবিতে প্রায়ই সাথীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিয়ের দেড় বছর পর সাথী স্বামীকে তালাক দিয়ে সন্তান রেখে বাপের ফিরে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মোশারেফ হোসেন খান জানান, ২০ দিন আগে সাথীকে আবার বিয়ে করে সংসার এবং যৌতুকের দাবিতে আবারও নির্যাতন শুরু করে আলামিন। এরপর দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে গত ১৮ মে রাতে সাথী বেগমকে নির্যাতন করে মাদকাসক্ত আলামিন শিকদার। পরে সাথীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে রাত ৯টার দিকে বাদী মোবাইল ফোনে খবর পান।

স্থানীয়রা গুরুতর অবস্থায় সাথী বেগমকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। অগ্নিদগ্ধ সাথী বেগমের অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ডাক্তাররা রবিবার রাতে সাথীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
কায়রো সফরে যাচ্ছে হামাসের প্রতিনিধিদল
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
ইংল্যান্ডের হাতে ইউরো ট্রফি দেখার অপেক্ষায় গার্দিওলা
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
একই উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মা-ছেলে ও নাতি
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে