X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচন: প্রার্থী ও সমর্থক পরস্পর বিরোধী বক্তব্য

বরিশাল প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ২০:৫৪আপডেট : ১৯ জুলাই ২০১৮, ২০:৫৪

 

বরিশাল সিটি করপোরেশন

আগামী ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনের প্রচারণার চালানেরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেছেন জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বরিশালে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

অন্যদিকে হাত পাখার সমর্থক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)দুর্নীতিগ্রস্ত ও অসাধুদের কবলে বলে মন্তব্য করেছেন।

সাদিক আবদুল্লাহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বলেছেন, ‘নৌকা প্রতীক নিয়ে জনগণের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে নৌকার বিজয় হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত প্রচার-প্রচারণার মাঠে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বিরাজ করছে।’ এসময় তার সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু ও সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীরসহ নেতা-কর্মীরা ।

সাদিক আবদুল্লাহ বলেন,‘বিরোধীরা মুখে মুখে অভিযোগ অনেক করলেও তারা লিখিত অভিযোগ দেন না। তারা লিখিত অভিযোগ দিলে নির্বাচন কমিশনসহ প্রশাসন বিষয়গুলো তদন্ত করে দেখতে পারতো। ক্ষমতাসীন দলের প্রার্থী হওয়ায় বিরোধী প্রার্থীদের ইঙ্গিত শুধু আমার ওপরেই আসে। এজন্য আমার নিজের ওয়ার্ডের ভোট কেন্দ্রসহ আশপাশের বেশ কয়েকটি ভোটকেন্দ্রে ইভিএমের জন্য আবেদন করেছি। ‘

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর এক পথসভায় বলেন,‘দুর্নীতিগ্রস্ত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) প্রতিষ্ঠালগ্ন থেকেই অসাধুদের কবলে। স্থানীয় উন্নয়নে ব্যাপক বরাদ্দ থাকলেও তা বাস্তবায়ন শূন্যের কোঠায়। প্রত্যেক নির্বাচনে অনেক টাকার বাজেট হয়, কিন্তু সরকারের সে টাকা দিয়ে সরকার দলীয় প্রার্থীদের প্রোটেকশন দেওয়া হয়, যা  খুলনা-গাজীপুরের নির্বাচনে লক্ষণীয়।

তিনি আরও বলেন,‘সরকার জনগণের নয়, দলীয় নেতাকর্মীদের কল্যাণে কাজ করে। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী বিজয়ী হলে জনগণের টাকা কোনও নেতাকর্মীর পকেটে যাবে না, জনকল্যাণের জন্যই ব্যয় হবে, ইনশাআল্লাহ। সভায় হাতপাখা মার্কার মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহবুব ও রাজনীতিবিদ ডা. সিরাজুল ইসলাম সিরাজীসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ