X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১
বরিশালে আয়কর মেলা

৪ দিনে ৩ কোটি টাকা কর আদায়

বরিশাল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৮, ২০:০৮আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২০:১৮

বরিশালে আয়কর মেলা

বরিশালে আয়কর মেলায় চার দিনে প্রায় তিন কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। এসময়ে রিটার্ন জমা দিয়েছেন সাত হাজার ৩৫৬ জন করদাতা।

শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানান বরিশাল কর অঞ্চলের উপ-করকমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘প্রতিদিন মেলায় করদাতাদের উপচে পড়া ভিড় থাকে। এ ছাড়া, গতবারের চেয়ে এবার আয়কর দাতারাও অনেক সচেতন হয়েছেন। তাই মেলার প্রথম চার দিনে ২ কোটি ৯০ লাখ ৩৩ হাজার ৩৮২ টাকা কর আদায় হয়েছে। নতুন করদাতা হয়েছেন ৩৬৭ জন। সেবা নিয়েছেন ৫৫ হাজার ৮৪৯ জন।’

তিনি আরও বলেন, ‘চতুর্থ দিনে ৮০ লাখ ৯ হাজার ৩৭১ টাকা কর আদায় হয়েছে। ওই দিন মেলায় রিটার্ন জমা দেন ২ হাজার ৪৪৪ জন করদাতা। করদাতা হয়েছেন ৫০ জন। সেবা নিয়েছেন ১৬ হাজার ৪৩৭ জন।’

তিনি জানান, তৃতীয় দিনে ৯৫ লাখ ১৩ হাজার ৪৬৮ টাকা কর আদায় হয়। রিটার্ন জমা দেন ২ হাজার ২২৯ জন। করদাতা হন ১১৬ জন। সেবা নেন ২৩ হাজার ৮৬৩ জন। দ্বিতীয় দিনে ৫৯ লাখ ৫৬ হাজার ৩৫৬ টাকা কর আদায় হয়। রিটার্ন জমা দেন ১ হাজার ৩৪৫ জন। করদাতা হন ১১৬ জন। সেবা নেন ১২ হাজার ৩৪১ জন। প্রথম দিনে ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা কর আদায় হয়। রিটার্ন জমা দেন ১ হাজার ৩৩৮ জন করদাতা। নতুন করদাতা হন ৮৫ জন। সেবা নেন ৩ হাজার ২০৮ জন।

গত ১৩ নভেম্বর থেকে নগরীর টাউন হলে শুরু হয় সাত দিনব্যাপী এই আয়কর মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ মেলা চলে। মেলায় ২০টি স্টলের মাধ্যমে করদাতাদের সেবা দেওয়া হচ্ছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?