X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটির তিন প্যানেল মেয়র যারা

বরিশাল প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১৬:১৬আপডেট : ১৬ মে ২০১৯, ১৬:৩৩

তিন প্যানেল মেয়র বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ১ ও ২ নম্বর প্যানেল মেয়র বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শুধুমাত্র ৩ নম্বর প্যানেল মেয়র হয়েছেন নির্বাচনের মাধ্যমে। ভোটের মাধ্যমে নির্বাচিত প্যানেল মেয়র হলেন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা। আর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ১ নম্বর প্যানেল মেয়র হয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নঈমুল হোসেন লিটু এবং ২ নম্বর প্যানেল মেয়র হয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম খোকন।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১০টায় বিসিসি’র সভাকক্ষে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্যানেল মেয়রের তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১ ও ২ নম্বর প্যানেল মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায়, ওই দুই পদে দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তিন নম্বর প্যানেল মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত পাঁচ কাউন্সিলর থাকায় ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— সংরক্ষিত কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা, সালমা আক্তার শীলা, কোহিনূর বেগম, রেশমী বেগম ও গায়েত্রী সরকার পাখী। ৩৯ ভোটের মধ্যে লুনা ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কোহিনূর পান ৯ ভোট। বাকিরা একটি করে ভোট পান। ভোটারদের চার জন অনুপস্থিত ছিলেন।

বিসিসি’র বর্তমান পরিষদ শপথ নিয়েছিল গত বছরের ২৩ অক্টোবর। নব নির্বাচিত পরিষদের প্রথম সভা হয় একই বছরের ১৪ নভেম্বর। করপোরেশনের বিধি অনুযায়ী, প্রথম সাধারণ সভার এক মাসের মধ্যে প্যানেল মেয়র নির্বাচিত করার কথা।

প্রথম সভার একমাসের মধ্যে প্যানেল মেয়র নির্বাচন করার বিধান সম্পর্কে জানতে চাইলে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘বিধি অনুযায়ী, এক মাসের মধ্যে করপোরেশন কর্তৃপক্ষ প্যানেল মেয়র নির্বাচন করতে না পারলে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র নির্বাচন করে দেওয়া হয়। কিন্ত মন্ত্রণালয় থেকেও তা করা হয়নি। তাই সিটি মেয়রের উদ্যোগে প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হলো।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?