X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম!

বরিশাল প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৬আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৭

মনীষা চক্রবর্ত্তীর ফেসবুক পোস্ট মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে প্রকাশিত রাজাকারের তালিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে রাজাকারের বরিশাল জেলার তালিকায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধে শহীদ হওয়া তার বাবা অ্যাডভোকেট সুধীর কুমার চক্রবর্তীর স্ত্রী ভাতাপ্রাপ্ত উষারানী চক্রবর্তীর নামও এ তালিকার ৪৫ নম্বরে রয়েছে।

এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টায় তপন কুমারের মেয়ে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সদস্য সচিব ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ডা. মনীষা চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন।

পোস্টে মনীষা দাবি করেছেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি ও তার পরিবার।

প্রকাশিত রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা তপন কুমারের নাম ফেসবুকে দেওয়া পোস্টে মনীষা বলেন, ‘মানুষের জন্য নিঃস্বার্থ কাজ করার পুরস্কার পেলাম আজ। ধন্যবাদ আওয়ামী লীগকে। সদ্য প্রকাশিত রাজাকারদের গেজেটে আমার বাবা এবং ঠাকুমার নাম প্রকাশিত হয়েছে। আমার বাবা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী একজন গেজেটেড মুক্তিযোদ্ধা, ক্রমিক নং ১১২, পৃষ্ঠা ৪১১৩। তিনি নিয়মিত মুক্তিযোদ্ধা ভাতাও পান। আজ তিনি রাজাকারের তালিকায়! আমার ঠাকুরদা অ্যাডভোকেট সুধির কুমার চক্রবর্তীকে পাকিস্তানি মিলিটারি বাহিনী বাসা থেকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। তিনিও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত। তার সহধর্মিণী আমার ঠাকুমা উষারানী চক্রবর্তীকেও রাজাকারের তালিকায় ৪৫ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

মনীষা লিখেছেন, ‘শ্রমজীবী খেটে খাওয়া মানুষদের জন্য রাজনীতি করার খেসারত দিতে হচ্ছে আমার মুক্তিযোদ্ধা বাবাকে। ধন্যবাদ আওয়ামী লীগ সরকারকে।’

মনীষা পোস্টে আরও অভিযোগ করেন, ‘মিছিল থেকে গ্রেফতার করে থানায় নির্যাতন করে ওরা বলেছিল আন্দোলন যেন না করি, নির্বাচনে যেন অংশ না নিই। রাজি না হওয়ায় বিশেষ ক্ষমতা আইনে অজামিনযোগ্য মামলা দিয়ে জেলে পাঠিয়েছিল। আমরা জেল খেটেছি, নির্যাতন সহ্য করেছি কিন্তু অন্যায়ের কাছে মাথানত করিনি। ভয় দেখিয়ে বা বিপদে ফেলে আমাদের কিছু করা যাবে না। অভুক্ত, অর্ধভুক্ত গরিব ও খেটে খাওয়া মানুষ আছে আমাদের দলের সঙ্গে। আছে অনেক শুভাকাঙ্ক্ষী। অতীতের মতো আজ এবং আগামীতে আপনাদের পাশে পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি।’

রাজাকারের তালিকায় উষা রানী চক্রবর্তী মুক্তিযোদ্ধাকে রাজাকারের তালিকায় দেখানোর মতো লজ্জাকর ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন দক্ষিণাঞ্চলের মুক্তিযোদ্ধা, ইতিহাস বিশেষজ্ঞ ও মুক্তিযোদ্ধা নেতা এনায়েত হোসেন চৌধুরী। তিনি বলেন, এটা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। আমরা যে তালিকা দিয়েছি তাতে মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী ও তার মা উষারানীর নাম নেই। শুধু তপন চক্রবর্তী নয়, তার বাবা অ্যাডভোকেট সুধির কুমার চক্রবর্তীও একজন শহীদ মুক্তিযোদ্ধা। তাদের নাম রাজাকার তালিকায় দেখে আমরা হতবাক হয়েছি।

এ বিষয়ে ডা. মনীষা চক্রবর্তী বলেন, যে মন্ত্রণালয় আমার বাবা ও ঠাকুরদাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সেই একই মন্ত্রণালয় আবার বাবা ও ঠাকুমায়ের নাম রাজাকারের তালিকায়ও দিয়েছেন। তবে এটা আমার পরিবারের লজ্জা নয়, এটা গোটা জাতির জন্য লজ্জাকর। তিনি অভিযোগ করেন, আঞ্চলিকভাবে যারা এ তথ্য দিয়ে রাজাকারের তালিকায় আমার বাবা ও ঠাকুমায়ের নাম দিয়েছে, তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ কাজটা করেছে। কিন্তু আমি বসে থাকবো না, আর তাদের রক্তচক্ষুকেও ভয় পাবো না। এর বিরুদ্ধে যথাযথ স্থানে চ্যালেঞ্জ করাসহ সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
কেন ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা?
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
অটোরিকশার ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশ এখন ডেথ ভ্যালি: রিজভী
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দম্পতি নিহত
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?