X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

গলায় ক্ষুর চালিয়ে ছিনতাই: ৬ জন কারাগার ও কিশোর উন্নয়ন কেন্দ্রে

বরিশাল প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ১৭:৩৭আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ১৭:৩৭

গ্রেফতার কিশোর গ্যাং এর ছয় সদস্য বরিশালের আগৈলঝাড়া উপজেলায় নয়ন বৈষ্ণবের (২০) গলায় ক্ষুর দিয়ে পোচ মেরে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় কিশোর গ্যাং এর ৪ সদস্যসহ ৬ জনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের বিরুদ্ধে দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং শিশু আদালতের বিচারক এ নির্দেশ দেন।

আহত নয়ন উপজেলার কোদালধোয়া গ্রামের মন্মথ বৈষ্ণবের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসামিদের মধ্যে উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের জীবন হালদারের ছেলে পল্লব হালদার (১৯) ও চৈতন্য বৈদ্যর ছেলে চিন্ময় বৈদ্যকে (১৯) কারাগারে এবং একই গ্রামের সুকুমার বালার ছেলে সৈকত বালা (১৭), স্বপন বৈদ্যর ছেলে সোহাগ বৈদ্য (১৭), দুলাল বৈদ্যর ছেলে রাতুল বৈদ্য (১৭) ও পাশের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের সুধাংশ হালদারের ছেলে দীপ্ত হালদারকে (১৭) যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, উপজেলার নয়ন শনিবার (২৪ অক্টোবর) রাতে কোদালধোয়া বাজারে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে মঙ্গল ওঁঝার পান বরজের পাশে গ্রেফতারকৃতরা তার পথরোধ করে। তারা নয়নের গলায় ক্ষুর দিয়ে পোচ দিয়ে তার অ্যানড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। স্থানীয়রা নয়নকে উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ওই রাতেই নয়নের বাবা মন্মথ বৈষ্ণব বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। পুলিশ রাতেই উপজেলার বড় মগড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত কিশোর গ্যাং এর ছয় জনকে গ্রেফতার করে। এ সময় আসামিদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগার এবং যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিন পর আবার বাড়লো সোনার দাম
একদিন পর আবার বাড়লো সোনার দাম
ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী
ব্যক্তি স্বার্থ রক্ষা করে ভালো আইন তৈরি করা যায় না: আইনমন্ত্রী
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
কিশোরগঞ্জ ও বান্দরবানের আলীকদমে দুদকের অভিযান
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
জামায়াত-শিবিরের সামাজিক আন্দোলনের ফাঁদে দেশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?